• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নয়া মোড়!

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নয়া মোড়!

সুশান্তের বাড়িতে তদন্ত করতে গিয়ে পুলিশ দেখতে পায় যে সুশান্তে ঘরের আলমারিতে ইস্ত্রি করা জামা পুরো লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে৷

সুশান্তের বাড়িতে তদন্ত করতে গিয়ে পুলিশ দেখতে পায় যে সুশান্তে ঘরের আলমারিতে ইস্ত্রি করা জামা পুরো লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে৷

সুশান্তের বাড়িতে তদন্ত করতে গিয়ে পুলিশ দেখতে পায় যে সুশান্তে ঘরের আলমারিতে ইস্ত্রি করা জামা পুরো লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে৷

 • Share this:

  #মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্য তদন্তে নয়া মোড়! ৩৪ বছরের অভিনেতার মৃত্যুতে শুরু হয়েছে দেশজুড়ে তোলপাড়৷ বলিউডে নেপোটিজম, কাজ পাইয়ে দেওয়ার জন্য পক্ষপাতিত্ব নিয়ে সরব হয়েছেন অনেকে৷ করণ জোহর, সলমন খানের মতো প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে৷ করণ সহ আরও ৭জনের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে৷ এদের চাপে পড়েই সুশান্ত মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন বলে মূল অভিযোগ৷

  ১৪ জুন বান্দ্রায় নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে মারা যান অভিনেতা৷ মুম্বই পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করেছে৷ অনেককে থানায় ডেকে প্রশ্ন করা হচ্ছে, যার মধ্যে রয়েছেন সুশান্তর বান্ধবী রিয়া চক্রবর্তী৷ সকলের বয়ান রেকর্ড করা হয়েছে৷

  অন্যদিকে সুশান্তের বাড়িতে তদন্ত করতে গিয়ে পুলিশ দেখতে পায় যে সুশান্তে ঘরের আলমারিতে ইস্ত্রি করা জামা পুরো লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে৷ অর্থাৎ গলায় ফাঁস লাগানোর জন্য সম্ভবত কাপড় তিনি সেখানে খুঁজেছিলেন৷ এমনই মনে করা হচ্ছে৷ এর পাশাপাশি একটি বাথরোবের বেল্ট দুই টুকরো হয়ে পড়ে ছিল খাটের পাশে৷ পুলিশের ধারণা যে, গলায় ফাঁস দেওয়ার জন্য প্রথমে সেটাই ব্যবহার করেছিলেন অভিনেতা৷ তারপর তা ছিঁড়ে যায়৷ এরপরই সবুজ রঙের কুর্তা ব্যবহার করেন সুশান্ত৷ সেই কাপড়টি কলিনা ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে৷ এবং এটাই পরখ করে দেখা হবে যে, এই কাপড় সুশান্তের ভার বহন করতে সক্ষম ছিল কিনা৷

  এরই মধ্যে সুশান্ত অভিনীত শেষ ছবি দিল বেচারা মুক্তির অপেক্ষায়৷ ২৪ জুলাই ডিজনি হটস্টারে মুক্তি পেতে চলেছে ছবিটি৷ ছবির গল্প অনুযায়ী ছবির শেষেও অভিনেতার মৃত্যুই হবে৷

  Published by:Pooja Basu
  First published: