#মুম্বই:কখনও গোয়ার সি-বিচে নগ্ন হয়ে দৌঁড়ান, কখনও বা কাঞ্জনজঙ্ঘার সামনে হাওয়ায় ডিগবাজি খান... একটা না একটা চমক সবসময়েই দিয়ে চলেন বলিটাউনের অলটাইম এভারগ্রিন মিলিন্দ সোমন। এবার নতুন ওয়েবশো পৌরুশপুরে ফের একবার ঝটকা দিতে আসছেন মিলিন্দ সোমন। অল্ট বালাজি ও জিফাইভ ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে এই ওয়েব শো।
ঐতিহাসিক রাজপরিবারের কল্পকাহিনি, রাজনীতি ও লিঙ্গের লড়াই নিয়েই গড়িয়েছে পৌরুষপুরের চিত্রনাট্য। শনিবার 'পৌরষপুর'-এ নিজের লুক শেয়ার করেন মিলিন্দ। পিঠ পর্যন্ত ঢেউ খেলানো চুল, কপালে জ্বলজ্বল করছে লাল টিপ, কানে কানপাশা, নাকে নাকছাবি, গলায় মোটা সোনার হার... ওয়েব শোয়ে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসেবে দেখা মিলবে মিলিন্দের, চরিত্রের নাম 'বরিস'। ৫৫ বছরের অভিনেতার হাতে রয়েছে একটি ধারালো তলোয়ারও, বলা হয়েছে সেটিও বরিসের অলঙ্কার।
পৌরষপুরে মিলিন্দ সোমন ছাড়াও দেখা মিলবে শিল্পা শিন্ডে, শাহির শেখ, সাহিল সালাথিয়া ও অন্নু কাপুর-এর। এছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন আদিত্য লাল, পৌলমী দাস, অনন্ত জোশী, ফ্লোরা সাইনি। বেশ কিছুদিন আগেই ওয়েব শো-এর টিজার মুক্তি পেয়েছিল। ২৯ ডিসেম্বর থেকে অল্ট বালাজি ও জিফাইভে দেখা যাবে পৌরষপুর।