#মু্ম্বই: তিন সন্তানের বাবা তিনি । আবার তিনিই বলিউডের সুপারস্টার । বি-টাউনের বাদশাহ । তাই শাহরুখ খানের ব্যক্তিগত জীবনচর্চা নিয়ে ভক্তদের মনে প্রশ্ন অনেক। আর এই লকাডাউনের বাজারে সেলেবরা এমন সমস্ত কাজ করছেন, যা অন্যসময় প্রবল ব্যস্ততার মধ্যে করে উঠতে পারেন না ।যেমন কিং খান দারুণ সময় কাটাচ্ছেন তাঁর তিন ছেলে-মেয়ের সঙ্গে । শাহরুখ-গৌরির বড় ছেলে আরিয়ানের বয়স ২২, মেয়ে সুহানা ১৯ বছরের, আর ছোট্ট আব্রাম সবে ছয়ে পা দিয়েছে । এই তিনজনকে সচারাচর একসঙ্গে পান না বাবা খান । আর তিনি নিজেও ভয়ঙ্কর ব্যস্ত মানুষ । সেই না পাওয়াটাই এখন উপভোগ করছেন চেটেপুটে । সে কথা নিজের ট্যুইটার অ্যাকাউন্টে নিজেই লিখলেন বাদশাহ । লিখলেন, ‘‘মানছি জনবিস্ফোরণে আমার ভূমিকা রয়েছে, তবে ৩ সন্তানের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছি। ওরা তিনজন আলাদা আলাদা বয়সের । প্রত্যেকের সঙ্গে দু’ঘন্টা করে কাটালেই দিনের অর্ধেক সময় কেটে যায় । বাকি সময় ওদের খেলনা পরিষ্কার করি ।’’
Inspite of contributing to the population boom, having three kids to be with is a treat. They r in all shapes and sizes, so the day goes by being with them each for a couple of hours. Then spend rest of the day cleaning up their toys! https://t.co/WrG0ppqMoL
— Shah Rukh Khan (@iamsrk) April 20, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, Shah Rukh Khan