corona virus btn
corona virus btn
Loading

মানছি জনবিস্ফোরণে আমার ভূমিকা রয়েছে, তবে ৩ সন্তানের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছি: শাহরুখ

মানছি জনবিস্ফোরণে আমার ভূমিকা রয়েছে, তবে ৩ সন্তানের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছি: শাহরুখ
  • Share this:

#মু্ম্বই: তিন সন্তানের বাবা তিনি । আবার তিনিই বলিউডের সুপারস্টার । বি-টাউনের বাদশাহ । তাই শাহরুখ খানের ব্যক্তিগত জীবনচর্চা নিয়ে ভক্তদের মনে প্রশ্ন অনেক। আর এই লকাডাউনের বাজারে সেলেবরা এমন সমস্ত কাজ করছেন, যা অন্যসময় প্রবল ব্যস্ততার মধ্যে করে উঠতে পারেন না । যেমন কিং খান দারুণ সময় কাটাচ্ছেন তাঁর তিন ছেলে-মেয়ের সঙ্গে । শাহরুখ-গৌরির বড় ছেলে আরিয়ানের বয়স ২২, মেয়ে সুহানা ১৯ বছরের, আর ছোট্ট আব্রাম সবে ছয়ে পা দিয়েছে । এই তিনজনকে সচারাচর একসঙ্গে পান না বাবা খান । আর তিনি নিজেও ভয়ঙ্কর ব্যস্ত মানুষ । সেই না পাওয়াটাই এখন উপভোগ করছেন চেটেপুটে । সে কথা নিজের ট্যুইটার অ্যাকাউন্টে নিজেই লিখলেন বাদশাহ । লিখলেন, ‘‘মানছি জনবিস্ফোরণে আমার ভূমিকা রয়েছে, তবে ৩ সন্তানের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছি। ওরা তিনজন আলাদা আলাদা বয়সের । প্রত্যেকের সঙ্গে দু’ঘন্টা করে কাটালেই দিনের অর্ধেক সময় কেটে যায় । বাকি সময় ওদের খেলনা পরিষ্কার করি ।’’ সুপারহিট নায়কের মুখে এমন সরল স্বিকারোক্তি শুনে যারপরনায় আপ্লুত নেটিজেনরা ।

Published by: Simli Raha
First published: April 22, 2020, 12:43 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर