#মুম্বই: গুরুতর অসুস্থ হৃতিক রোশনের দিদি সুনয়না রোশন। জানা গিয়েছে, মানসিক দিক থেকে অসুস্থ সুনয়নাকে আগামী ২৪ ঘণ্টা নজরে রাখার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত তিনি। গত কয়েক দিন ধরেই তাঁর অবস্থার অবনতি হচ্ছে।
২০১৭ নাগাদ ওজন কমিয়ে, চেহারার বিপুল পরিবর্তন ঘটিয়ে খবরের শিরোনামে এসেছিলেন সুনয়না। কী ভাবে তা সম্ভব হল, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। বলেছিলেন, “পরিবার পাশে থেকেছে ঠিকই কিন্তু লড়াই করার মন নিজেকেই তৈরি করতে হবে। নিজেই নিজেকেই সবচেয়ে বেশি সাহায্য করতে পারে!’’ সুনয়নার শরীরে বাসা বেঁধেছিল ক্যানসার। দীর্ঘ দিন ডিপ্রেশনেও ভুগেছিলেন সুনয়না।