Home /News /entertainment /
বসে বসেই তুলকালাম নাচ! হৃত্বিককেও ছাপিয়ে যাচ্ছেন! ভিডিও শেয়ার করলেন খোদ নায়ক

বসে বসেই তুলকালাম নাচ! হৃত্বিককেও ছাপিয়ে যাচ্ছেন! ভিডিও শেয়ার করলেন খোদ নায়ক

অপূর্ব ভঙ্গিমা, অপূর্ব নাচের স্টেপস । তবে পুরোটাই বসে বসে নেচে গিয়েছেন রূপসী, সুন্দরী, তন্বী সেই মেয়ে ।

 • Share this:

  #মুম্বই: তাঁকে বলিউডের নাচের অন্যতম নক্ষত্র বলা হয় । যেন তাঁর গ্রিক গডের মতো চেহারা, তেমনই লুকস, তেমনই ডান্স স্টেপ । তিনি হৃত্বিক রোশন । দূর্দান্ত নাচের ভূমিকায় আট থেকে আশি, সকলকে মোহিত করে রাখতে পারেন তিনি ।

  সেই হৃত্বিকই শেয়ার করলেন তাঁর খুড়তুতো বোনের নাচের ভিডিও । রাজেশ রোশনের মেয়ে পশমিনার শুভ জন্মদিনে তাঁকে এ ভাবেই শুভেচ্ছা জানালেন নায়ক । নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পশমিনার একটি ভিডিও শেয়ার করেছেন হৃত্বিক । ভিডিও ক্যাপশনে তিনি লেখেন, ‘‘ডিয়ার পশমিনা, তুমি একজন স্টার । অন স্ক্রিন বা অফ স্ক্রিন...সর্বত্রই । পবিত্র ভালবাসা আর হাসির উৎস পশমিনাকে জানাই শুভ জন্মদিন । লভ ইউ ।’’

  ভিডিওটিতে হৃত্বিকের বোন সুন্দরী, তন্বী, স্বপ্রতিভ পশমিনাকে দেখা গিয়েছে ‘মেরে রং দো লাল’ গানের সঙ্গে নাচকে । অপূর্ব ভঙ্গিমা, অপূর্ব নাচের স্টেপস । তবে পুরোটাই বসে বসে নেচে গিয়েছেন তিনি । লেহেঙ্গা চোলি পরে পশমিনার সেই নাচ দেখে বাকরুদ্ধ নেটিজেনরা । তুমুল ভাইরাল হয়েছে সেই ভিডিও ।

  পশমিনার বাবা রাজেশ রোশন বলিউডের অন্যতম সফল একজন মিউজিক কম্পোজার । তাঁর মেয়ে হয়ে পশমিনা যে শিল্পের সমাঝদার হবেন, তা তো খানিকটা অনুমেয়ই ছিল ।

  Published by:Simli Raha
  First published:

  Tags: Hrithik Roshan

  পরবর্তী খবর