#মুম্বই: সঞ্জয় লীলা বনশালির ছবি 'ইনশাআল্লাহ'কে নিয়ে প্রথম থেকেই অনেক জ্বল্পনা চলছে। এই ছবিতে সঞ্জয় চেয়েছিলেন সলমন খানকে। সলমন ও আলিয়ার জুটি বাধার কথা ছিল এই ছবিতে। এই বছর নভেম্বর থেকে ছিল শ্যুটিং শুরু হওয়ার কথা। কিন্তু মাঝ পথে সলমন খান এই ছবি করবেন না বলে জানিয়ে দেন বনশালিকে। তারপর আটকে ছিল এই ছবির পরবর্তী পদক্ষেপ। বনশালি ভেবেছিলেন এখন করবেন না ছবিটা।
তারপর এই ছবির জন্য বনশালি সলমনকে বাদ দিয়ে হৃতিক রোশনের কথা ভাবেন।এই ছবির বিষয় নিয়ে কথা বলতে দুজনে দেখাও করেন। তবে এখনও দুজনের কেউ মিডিয়াকে কিছু জানাননি। তবে গোটা বলিউডে এখন একটাই জ্বল্পনা তবে কি সলমনকে বাদ দিয়ে হৃতিককে দিয়েই তৈরি হবে এবার এই ছবি ! তবে কি আলিয়া ও সলমনের জুটি এবারের মতো হলো না! যদিও বলিউডে খবর হৃতিকই থাকছেন বনশালির পরের ছবিতে। তবে আলিয়া ও হৃতিকের জুটিও এই প্রথম। সামনের নভেম্বর থেকেই শুরু হওয়ার কথা ছবির শ্যুটিং। এর আগেও 'গুজারিশ'-এ সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ করেছেন হৃতিক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।