corona virus btn
corona virus btn
Loading

সলমন খান নয়, বনশালির পরের ছবিতে অভিনয় করছেন হৃতিক !

সলমন খান নয়, বনশালির পরের ছবিতে অভিনয় করছেন হৃতিক !
photo source collected

তবে কি আলিয়া ও সলমনের জুটি এবারের মতো হলো না! যদিও বলিউডে খবর হৃতিকই থাকছেন বনশালির পরের ছবিতে।

  • Share this:

#মুম্বই: সঞ্জয় লীলা বনশালির ছবি 'ইনশাআল্লাহ'কে নিয়ে প্রথম থেকেই অনেক জ্বল্পনা চলছে। এই ছবিতে সঞ্জয় চেয়েছিলেন সলমন খানকে। সলমন ও আলিয়ার জুটি বাধার কথা ছিল এই ছবিতে। এই বছর নভেম্বর থেকে ছিল শ্যুটিং শুরু হওয়ার কথা। কিন্তু মাঝ পথে সলমন খান এই ছবি করবেন না বলে জানিয়ে দেন বনশালিকে। তারপর আটকে ছিল এই ছবির পরবর্তী পদক্ষেপ। বনশালি ভেবেছিলেন এখন করবেন না ছবিটা।

তারপর এই ছবির জন্য বনশালি সলমনকে বাদ দিয়ে হৃতিক রোশনের কথা ভাবেন।এই ছবির বিষয় নিয়ে কথা বলতে দুজনে দেখাও করেন। তবে এখনও দুজনের কেউ মিডিয়াকে কিছু জানাননি। তবে গোটা বলিউডে এখন একটাই জ্বল্পনা তবে কি  সলমনকে বাদ দিয়ে হৃতিককে দিয়েই তৈরি হবে এবার এই ছবি ! তবে কি আলিয়া ও সলমনের জুটি এবারের মতো হলো না! যদিও বলিউডে খবর হৃতিকই থাকছেন বনশালির পরের ছবিতে। তবে আলিয়া ও হৃতিকের জুটিও এই প্রথম। সামনের নভেম্বর থেকেই শুরু হওয়ার কথা ছবির শ্যুটিং। এর আগেও 'গুজারিশ'-এ সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ করেছেন হৃতিক।

First published: September 11, 2019, 3:33 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर