#মুম্বই: তিনি শুধু বলিটাউনের 'গ্রিক গড'-ই নন, তিনি 'ডান্স গুরু'! হৃতিক রোশন। তাঁর নাচের দিওয়ানা আট থেকে আষি! তাঁর 'কিলার মুভস'-এর ফ্যান আসমুদ্র হীমাচল।
ছোট থেকেই নাচে 'মাস্টার' হৃতিক। এই মুহূর্তে নেট দুনিয়া তোলপাড় করছে 'ওয়ার'স্টারের একটি নাচের ভিডিও! তখন অবশ্য তিনি একরত্তি! দুগ্গুর ছোটবেলার সেই ডানস্ সিকোয়েন্স-এর ভিডিও শেয়ার করেছেন হৃতিকের মা। ৩৫ বছর আগে শ্যুট করা সেই ভিডিওতে 'কহো না পেয়ার হ্যায়' তারকার দেকা মিলেছে ডেনিম আর সাদা শার্টেঁ! দুগ্গু তখন সবেমাত্র ১০ বছরের! ভিডিওটি নেট দুনিয়ায় শেয়ার হতেই নিমেষে 'ভাইরাল'! ছোট্ট হৃতিকের নাচে মজে নেটিজেনরা-- দেখুন সেই ভিডিও--
কেউ লিখেছেন 'কী কিউট', কেউ বা লিখেছেন '' এত সুন্দর একটা ভিডিওটা দেখে আমার দিনের শুরুটা ভাল হয়ে গেল!'', কারও বা মত, '' ছোটবেলা থেকেই হৃতিক নিজেকে প্রমাণ করেছে!''
হৃতিকের 'ওয়ার' রীতিমত সফল। আর্মি অফিসার খালিদের চরিত্রে তাঁ|র পারফরম্যান্স দর্শকমনে দাফ কেটেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hrithik Roshan