#মুম্বই: গোটা দুনিয়া হোলির রঙে মত্ত ৷ বলিউডের সেলেবরাও এর থেকে বাদ থাকে কেন ? হোলির রঙে নিজেদের রাঙিয়ে নিতে পিছপা হননি বলিউড সেলেবরা ৷ ইন্টারনেটকে সঙ্গী করে গোটা দেশবাসীকে ট্যুইটারে শুভেচ্ছা জানালেন অমিতাভ, শাহরুখ, প্রিয়াঙ্কারা ৷
সিলসিলার রং বরষেকে উসকে দিয়ে হোলির দিন নস্ট্যালজিক বিগবি ৷
অন্যদিকে নিজে নয়, নিজের ছবিতে রং মাখালেন শাহরুখ খান ৷
প্রিয়াঙ্কা চমকে দিলেন হোলিতে বোল্ড-বিউটিফুল হয়ে ৷
নিজের বরের সঙ্গে হোলি সেলফি তুললেন প্রীতি জিনটা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।