TikTok ভিডিও: ঝাঁটা হাতে বউকে কুকথা তারকা অভিনেতার, বউ ঘর থেকে বেরতেই যা হল...

TikTok ভিডিও: ঝাঁটা হাতে বউকে কুকথা তারকা অভিনেতার, বউ ঘর থেকে বেরতেই যা হল...
Photo Courtesy: Instagram
  • Share this:

#মুম্বই: TikTok ভিডিও এখন যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে৷ এটি এমন এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যাতে সেলিব্রিটি থেকে সাধারণ জনতা, সকলেই সমানভাবে আগ্রহী৷ সবাই প্রায় নিজেদের ভিডিও শ্যুট করে আপলোড করে৷ এই ভিডিওর মার্ফৎ নিজেদের জনপ্রিয়তা কয়েকগুণ বাড়াতে চান সকলে৷ কখনও গান বা কখনও ডায়লগ বলে TikTok ভিডিও স্টার হয়ে উঠেছেন সকলে৷ এমনই এক TikTok ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় তারকা জয় বনশালি৷

ঝাড়ু হাতে স্ত্রীর উদ্দেশ্যে কঠিন ডায়লগ দিতে দেখা গিয়েছে তাকে৷ স্ত্রী তখন ঘরে দরজা বন্ধ করে ছিলেন৷ তারপরই যেই তিনি দরজা খুলে বাইরে এলেন, তখনই সুর পাল্টে গেল স্বামী৷ স্ত্রীকে ভালবেসে শুরু করে দিলেন রোম্যান্টিক গান৷ মজাদার এই TikTok ভিডিওয়ে ভক্তদের মন মজেছে৷ লাইক ও ভিইয়ের বন্যা বয়েছে৷ ভিডিওটিও বেশ ভাইরাল হয়েছে৷

First published: November 20, 2019, 7:39 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर