হোম /খবর /বিনোদন /
দুধ সাদা মনোকিনিতে উত্থিত নিতম্ব... স্নানের আগে ছবি পোস্ট করলেন হিনা খান

দুধ সাদা মনোকিনিতে উত্থিত নিতম্ব... স্নানের আগে ছবি পোস্ট করলেন হিনা খান

দুধ সাদা স্যুইমস্যুটে হিনা’কে যেন মায়াবী লাগছে । আর তার সঙ্গে হিনার আকর্ষণীয় ফিগারের মারাত্মক কম্বিনেশন তো রয়েইছে ।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: হিনা খান (Hina Khan)। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সেই সঙ্গে মডেল। হিনা সব সময় তাঁর ফ্যাশনের জন্য চর্চায় থাকেন। সাহসী পোশাকে তাঁকে নানা সময় ফটোশ্যুট করতে দেখা যায়। ছোট পর্দা থেকেই অভিনয়ের শুরু। কিছুদিন আগে একতা কাপুরের 'কসৌটি জিন্দেগি কি' ধারাবাহিকে কমলিকার চরিত্রে ঝড় তুলেছেন হিনা খান। কমলিকার স্টাইল নিয়ে চর্চা শুরু হয়েছিল বলি মহলে। হিনা খান বিগবস বিজেতাও। তাঁর মিষ্টি স্বভাব ও বুদ্ধি দিয়ে জিতেছিলেন বিগবসের খেতাব।

এ বার তিনি ছুটি কাটাতে উড়ে গিয়েছেন মালদ্বীপে । করোনা প্যানডেমিকের কারণে পশ্চিমী দেশগুলোর দরজা এই মুহূর্তে সম্পূর্ণ ভাবে খোলেনি । তাই বি-টাউনের পছন্দের ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে মালদ্বীপ । একের পর এক তারকারা এই জনপ্রিয় বিচ ট্যুরিস্টস্পটে ভিড় জমাচ্ছেন । বাদ গেলেন না হিনাও ।

View this post on Instagram

A post shared by HK (@realhinakhan)

মনোরম আবহাওয়া, দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, সমুদ্রের সঙ্গে লীন হয়ে যাওয়া আকাশ, বিলাসবহুল রিসর্ট আর ঠিক তাঁর মাঝখানে স্বপ্ন সুন্দরী । দুধ সাদা স্যুইমস্যুটে হিনা’কে যেন মায়াবী লাগছে । আর তার সঙ্গে হিনার আকর্ষণীয় ফিগারের মারাত্মক কম্বিনেশন তো রয়েইছে ।

Published by:Simli Raha
First published:

Tags: Hina Khan, Maldives