corona virus btn
corona virus btn
Loading

মুক্তি পেল 'আর্টিক্যাল ১৫'-এর ট্রেলার! সৎ পুলিশ অফিসারের চরিত্রে আয়ুষ্মান খুরানা! চিত্রনাট্যেও নতুন চমক

মুক্তি পেল 'আর্টিক্যাল ১৫'-এর ট্রেলার! সৎ পুলিশ অফিসারের চরিত্রে আয়ুষ্মান খুরানা! চিত্রনাট্যেও নতুন চমক
photo source collected
  • Share this:

#মুম্বই: আয়ুষ্মান খুরানা। বলিউডের নতুন নায়ক না হলেও নতুন প্রজন্মের নায়কদের মধ্যে তাঁর নাম অবশ্যই আসবে। ২০১২ তে 'বিকি ডোনার' ছবি দিয়েই তাঁর বলিউডি ছবিতে হাতেখড়ি। একেবারে অন্য ছকের ছবি করেন আয়ুষ্মান। গত বছর আয়ুষ্মান অভিনীত ছবি 'অন্ধাধুন' দর্শকের ভাল তো লেগেইছিল সেই সঙ্গে অয়ুষ্মানের অভিনয় ছিল চোখে পড়ার মতো। এবার আয়ুষ্মানকে দেখা যাবে আরও এক নতুন চরিত্রে। তিনি একজন সাহসী পুলিশের চরিত্রে অভিনয় করেছেন 'আর্টিক্যাল ১৫' ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন অনুভব সিনহা। অনুভব সিনহার প্রোডাকশন হাউস 'মিডিয়া ওয়ার্কস' এবং জি স্টুডিও মিলিত ভাবে এই ছবির প্রযোজনা করছেন। এই ছবির ট্রেলার রিলিজ করেছে। আর ট্রেলার দেখেই মানুষের উৎসাহ বাড়তে শুরু করেছে। সত্যি ঘটনার উপর অবলম্বন করেই তৈরি হয়েছে এই ছবি।

এই ছবিতে আয়ুষ্মান ছাড়াও অভিনয় করছেন, ইশা তলওয়ার, এম নাসার, মনোজ পাহোয়া, সায়নী গুপ্তা, কুমুদ মিশ্রা এবং মহম্মদ জিসান আয়ুব। সত্যি ঘটনাকে কেন্দ্র করে ছবিটা তৈরি হয়েছে বলে ট্রেলরেই সারা পড়েছে। দলিত শ্রেনির মানুষের উপর হওয়া অত্যাচারের কথা সামনে উঠে এসেছে এই ছবিতে। ট্রেলরেও তা স্পষ্ট। জাত পাত এখনও এই মানুষদের জীবনে কত বড় অভিশাপ তা দেখানো হয়েছে ছবিতে। আর সেই জাত পাতের লড়াইয়ের বিরুদ্ধে গিয়ে মানুষের জন্য লড়ছেন পুলিশ অফিসার আয়ুষ্মান। দলিত দুই নারীর মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে তিনি আওয়াজ হয়ে যাবেন তাঁদেরই। পরিচালক অনুভব সিনহা বললেন," আমার বিশ্বাস আমাদের খবরের কাগজে যা খবর হয় তা সবাইকে বলা দরকার। সমাজের আয়না খবরের কাগজ। আর আমার ছবি একটা মাধ্যম হতে পারে এই ঘটনা সম্পর্কে মানুষের চেতনা তৈরি করা। আর সমাজের সত্যি ঘটনার উপর ছবি তৈরি হলে পরিচালকেরও সমাজের প্রতি একটা দায়িত্ব পালন করা হয়। আমি সব সময় এই রকম গল্পের উপর ছবি বানাতে চাই। 'আর্টিক্যাল ১৫' তেমনই এক ছবি।" জি স্টুডিয়ো-র সিইও শারিক প্যাটেল জানান,"আমরা এই ছবির প্রযোজক হতে পেরে খুব গর্বিত। অনুভবের সঙ্গে এমন একটা কাজ করার সুযোগ পেয়ে সত্যিই গর্ব হচ্ছে। আয়ুষ্মানকে একেবারে নতুন ভাবে পাবে দর্শকরা। আমরা দর্শকের প্রতি কৃতঞ্জ যে তাঁরা ট্রেলার দেখেই খুব ভাল সাড়া দিয়েছেন। ছবিটা জুনে মুক্তি পাবে।" লন্ডন ফিল্ম ফ্যেস্টিভালে দেখানো হবে এই ছবি। তবে আপাতত এই ছবির ট্রেলার নিয়েই শোরগোল পড়ে গিয়েছে সিনেমা মহলে।---

First published: June 4, 2019, 6:06 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर