Home /News /entertainment /
শেষ পর্যায়ের গর্ভাবস্থা, বাবার হাত ধরে রাস্তায় বেরলেন প্রেগন্যান্ট অনুষ্কা শর্মা

শেষ পর্যায়ের গর্ভাবস্থা, বাবার হাত ধরে রাস্তায় বেরলেন প্রেগন্যান্ট অনুষ্কা শর্মা

Pic- Instagram

Pic- Instagram

খুব শীঘ্রই বাচ্চার জন্ম দেবেন নায়িকা । তাই এই সময়টা পরিবারের মানুষদের আদরে-যত্নে কাটছে তাঁর ।

 • Share this:

  #মুম্বই: জানুয়ারিতেই পরিবারে আসবে নতুন অতিথি। খুশিতে এখন ঝলমল করছেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি, বলিউড নায়িকা অনুষ্কা শর্মা । জীবনের অন্যতম সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অনুষ্কা । গর্ভে লালন করছেন নতুন একটি প্রাণ । এই সময়টা যে কোনও মেয়ের কাছেই খুব স্পেশ্যাল । নায়িকাও তার ব্যতিক্রম নন । তাই এই সময়টা পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন বিরাট-ঘরণী । এমনকি অস্ট্রেলিয়া সফর শেষ করে পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন বিরাট কোহলিও । ফলে সকলের সঙ্গে মিলেমিশে, আনন্দে, খুশিতে এখন সময় কাটছে হবু মায়ের ।

  এ দিনও মুম্বইয়ের রাস্তায় তাঁকে দেখা গেল বাবার সঙ্গে ঘুরতে বেরিয়েছেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি । সাদা মিডি ড্রেস আর মানানসই ব্লু ডেনিম জ্যাকেটে তাঁকে মিষ্টি লাগছিল । অনুষ্কার পায়ে ছিল সাদা স্নিকার্স, আর মুখে মাস্ক । খুব শীঘ্রই বাচ্চার জন্ম দেবেন নায়িকা । তাই এই সময়টা পরিবারের মানুষদের আদরে-যত্নে কাটছে তাঁর ।

  View this post on Instagram

  A post shared by | virushka (@virushka.vibes)

  তবে এরই মধ্যে চুটিয়ে শ্যুটিংয়ের কাজও করছেন অন্তঃসত্ত্বা অনুষ্কা । বলিউড মায়েরা বারবারই প্রমাণ করে দিচ্ছেন, প্রেগন্যান্সি মানেই চুপচাপ ঘরে বসে থাকা নয় । বরং যতটা সম্ভব নিজেকে খুশি রাখা, কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা । শারীরিক কোনও সমস্যা না হলে এই অবস্থাতেও চুটিয়ে কাজ করা সম্ভব । তবে হ্যাঁ, অবশ্যই সাবধনতা অবলম্বন করে । অনুষ্কাও সম্প্রতি একটি বিজ্ঞাপনের শ্যুট করেছেন । একটি জনপ্রিয় প্রেগন্যান্সি টেস্ট কিটের প্রচারমূলক শ্যুটে দেখা গিয়েছে তাঁকে ।

  বলিউড মায়েরা আজকাল যথেষ্ট অ্যাডভান্স । বেবি বাম্প লুকিয়ে রাখা নয়, বরং এখন সেটার নতুন নাম হয়েছে ‘প্রেগা ফ্যাশন’ । যেমন করছেন করিনা কাপুর খান । ৪০ বছর বয়সে এসে দ্বিতীয়বার প্রেগন্যান্ট বেবো । কিন্তু কাজ করে যাচ্ছেন জোরকদমে । তৈমুরের সময়েও এমনটাই করেছিলেন করিনা । সম্প্রতি একটি জনপ্রিয় স্পোর্টস ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা গিয়েছে করিনাকে ।

  শুক্রবারই আরও একটি সুখবর এসেছে বলি-পাড়া থেকে । মা হতে চলেছেন গায়িকা নেহা কক্কর । অক্টোবরেই রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি ।

  Published by:Simli Raha
  First published:

  Tags: Anushka Sharma, Pregnant, Virat Kohli

  পরবর্তী খবর