#মুম্বই: ভাইজানের ৫৫তম জন্মদিন৷ স্বাভাবিকভাবে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ধরা পড়েছে৷ তবে জন্মদিনের আগেই মুম্বইতে তাঁর ফ্ল্যাট গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে নোটিশ ঝুলিয়ে দিলেন সল্লু মিঞা৷ প্রতি বছর সলমনের জন্মদিনে তাঁর বাড়ির সামনে ভিড় করেন ভক্তরা৷ এটাই রীতি৷ অভিনেতার এক ঝলক পাওয়ার জন্য মুখিয়ে থাকেন সকলে৷ তবে জন্মদিনে সব ভক্তদের খুশি করে দেন সলমন৷ তিনি তাঁর বাড়ির বারান্দায় এসে সকলের উদ্দেশ্যে হাত নাড়ান৷ আর তাতেই উচ্ছ্বসিত হন তাঁরা৷ ভাইজানের এক নজরে যেন তাঁদের জীবন ধন্য হয়! তবে এবছর করোনার কারণে বাড়ির সামনে ভিড় চাননি সলমন৷ তাঁর জন্মদিন উপলক্ষ্যে ভক্তরা ভিড় করুন, সেটা একেবারেই পছন্দ নয় অভিনেতার৷ কারণ করোনা থেকে বাঁচতে ভিড় বা জমায়েত এড়ানোর কথা বারবার বলছেন বিশেষজ্ঞরা৷ তাই সব ভক্তদের সতর্ক করতে ভাইজান বাড়ির সামনে নোটিশ ঝুলিয়েছেন৷ কাউকে আসতে নিষেধ করেছেন তিনি৷ অর্থাৎ সবাইকে একপ্রকার সতর্ক করে দিয়েছেন সলমন, বুঝিয়ে দিয়েছেন যে সাবধানে থাকতেই সুরক্ষিত থাকা সম্ভব হবে৷
সাধারণত নিজের জন্মদিন তিনি কাটান তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে, তাঁর পানভেলের ফার্ম হাউজে৷ এবারও সেই সেলিব্রেশন হল, তবে খুবই ছোট করে৷
ভক্তদের উদ্দেশ্যে তিনি লেখেন যে, জন্মদিনে প্রচুর ভালবাসা ও সম্মান পেয়েছি ভক্তদের থেকে৷ তবে এবছর সকলের কাছে অনুরোধ, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সকলে শারীরিক দূরত্ব বজায় রাখুন৷ বাড়ির সামনে ভিড় করবেন না৷ এই বার্তা মিলেছে তাঁর বাড়ির সামনে৷
আপাতত অন্তিম-দা ফাইনাল ট্রুথ ছবির জন্য শ্যুটিং শুরু করেছেন সলমন৷ ছবিতে এক শিখ পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন তিনি৷ ছবিতে তাঁর বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মাও৷ মারাঠি ছবি মুলশি পট্টার্ন ছবির হিন্দি রিমেক এটি৷ ছবিটি পরিচালনা করছেন মহেশ মঞ্জরেকর৷ অন্যদিকে চলছে তাঁর রিয়ালিটি শো বিগ বস ১৪৷ মুক্তির অপেক্ষায় তাঁর ছবি রাধে- ইওর মোস্ট ওয়ান্টেড ভাই৷ ছবিটির নির্দেশনায় প্রভুদেবা৷ অক্টোবর মাসে ছবিটির শ্যুটিং শেষ হয়৷ এই ছবিতে রয়েছেন দিশা পাটানি, রণদীপ হুডা৷ ২২ মে মুক্তির কথা থাকলেও, অতিমারির জন্য তা সম্ভব হয়নি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Happy Birthday, Salman Khan