#মুম্বই: করোনার দ্বিতীয় ঢেউতে (Second wave corona) ভয়াবহ অবস্থা গোটা দেশের। সংক্রমণের সংখ্যা এমন জায়গায় পৌঁছচ্ছে প্রতিদিন যে হাসপাতালে বেডের সংখ্যাতেও ঘাটতি দেখা দিয়েছে। এরই মধ্যে অভিনেতা গুরমিত চৌধুরী (Gurmeet Choudhary) জানালেন পাটনা ও লখনউতে তিনি হাসপাতাল তৈরি করবেন। রবিবারই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘোষণা করেন গুরমিত। দেশের কোভিড (Covid 19) পরিস্থিতি দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়া পোস্টে গুরমিত জানিয়েছেন যে এই হাসপাতালগুলি অত্যাধুনিক হবে এবং ১০০০ টি বেড থাকবে। পরবর্তীকালে অন্যান্য শহরেও হাসপাতাল চালু করবেন বলে জানিয়েছেন গুরমিত।
পোস্টে অভিনেতা লিখেছেন, "আমি সিদ্ধান্ত নিয়েছি যে লখনউ ও পাটনাতে আমি সাধারণ মানুষের জন্য আল্ট্রা মডার্ন হাসপাতাল খুলব যেখানে ১০০০ বেড থাকবে। এর পরে অন্য শহরেও হবে। আপনাদের সকলের আশীর্বাদ ও সমর্থন চাই। বিশদে খুব শীঘ্রই জানাবো।"
তবে এই প্রথম নয়। অভিনেতা এর আগেও বহু রোগীকে সাহায্য করেছেন। একাধিক বার হাসপাতালের বেড ও অক্সিজেন এবং প্লাজমার ব্যবস্থা করেছেন তিনি। গুরমিত ও তাঁর স্ত্রী দেবিনা বোনার্জি নিজেরাও করোনা আক্রান্ত হয়েছিলেন ২০২০-তে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরে নিজেরা প্লাজমাও দান করেছিলেন তাঁরা। পাশাপাশি নিজেদের ভক্তদেরও প্লাজমা দান করতে বলেন তিনি।
করোনার জন্য একটি স্পেশাল টিমও তৈরি করেছেন গুরমিত। সোশ্যাল মিডিয়ায় কিছু নম্বরও শেয়ার করেছেন যার মাধ্যমে মানুষ তাঁর সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবে। গুরমিতের এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Covid ১৯