Home /News /entertainment /

'গোবিন্দা ম্যাজিক'! মেলায় বেড়াতে গিয়ে তুমুল নাচ 'ডান্সিং স্টার'-এর, ভিডিও 'ভাইরাল'

'গোবিন্দা ম্যাজিক'! মেলায় বেড়াতে গিয়ে তুমুল নাচ 'ডান্সিং স্টার'-এর, ভিডিও 'ভাইরাল'

মেলায় বেড়াতে গিয়ে নিজের স্টাইলে নাচলেন গোবিন্দা, প্রমাণ করলেন 'গোবিন্দা ম্যাজিক' আজও অটুট

 • Share this:

  govinda danceতিনি ৯০-এর দশকের সুপারডুপার হিট হিরো, আজকাল তাঁকে আর তেমন পর্দায় দেখা যায় না! কিন্তু তিনি হারিয়ে যাননি! আজও ফিঁকে হয়নি 'গোবিন্দা ম্যাজিক'! আজও তিনি যেখানেই যান তাঁকে তোলপাড় শুরু হয়ে যায়! এই মুহূর্তে নেট দুনিয়ায় 'ভাইরাল' মেলায় গিয়ে 'ডান্সিং হিরো' গোবিন্দার তুমুল নাচ, সঙ্গে গান!

  মধ্য প্রদেশের খারগোন শহরে নবগ্রহ মেলায় গিয়েছিলেন গোবিন্দা! সূত্রের খবর, রাত সাড়ে দশতা নাগাদ মেলার মাঠে হাজির হন গোবিন্দা। অত রাতেও গোবিন্দাকে দেখার জন্য উপচে পড়েছিল ভক্তদের ভিড়। বেজায় খুশি 'কুলি নবম্ব ওয়ান'! ফ্যানেদের মন রাখতে এর পরের প্রায় আধঘণ্টা নিজের স্টাইলে তুমুল নাচ করলেন গোবিন্দা। গান গাইলেন নিজেই। গোবিন্দার নাচ-গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছয়িছে পড়তেই ভাইরাল! নেটিজেনদের মুখে একটাই কথা, গোবিন্দা ম্যাজিক আজও একইরকম!

  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Govinda dance

  পরবর্তী খবর