• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • নিরুদ্দেশ 'ঘুমকেতু' ! রহস্যভেদের জন্য নওয়াজ উদ্দিনকে খুঁজছে মুম্বই পুলিশ !

নিরুদ্দেশ 'ঘুমকেতু' ! রহস্যভেদের জন্য নওয়াজ উদ্দিনকে খুঁজছে মুম্বই পুলিশ !

photo source collected

photo source collected

ঘুমকেতু কোনও নক্ষত্র নয়। একজন সাধারণ মানুষ।

 • Share this:

  #মুম্বই: ঘুমকেতু নিরুদ্দেশ ! কোথাও পাওয়া যাচ্ছে না ঘুমকেতুকে ! না আপনি ঠিকই পড়েছেন, ঘুমকেতুর কথাই বলা হচ্ছে, ধুমকেতু নয় ! কিন্তু ঘুমকেতু জিনিসটা আসলে কি ! খায় না মাথায় দেয় ! ঘুমকেতু কোনও নক্ষত্র নয়। একজন সাধারণ মানুষ। একজন লেখক। সাধারণের মাঝেই আছে অসাধারণ গল্প ! এই ঘুমকেতুর চরিত্রে অভিনয় করেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি ! আর পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ। বিশেষ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, রণবীর সিং ও সোনাক্ষী সিনহাকে।

  ২২ মেতে পরিচালক পুষ্পেন্দ্র নাথ মিশ্রার ছবি মুক্তি পাবে জি-৫-এ। এই ছবির প্রযোজক ফ্যান্টম ফিল্মস ও সোনি পিকচারস নেটওয়ার্কস।'ঘুমকেতু'-তে নওয়াজ ছাড়াও অভিনয় করেছেন চিত্রঙ্গদা সিং, রঘুবীর যাদবের মতো অভিনেতারাও। আজ এই ছবির টিসার লঞ্চ করেছে। সেখানে দেখা যাচ্ছে নওয়াজের নাম ঘুমকেতু। যে নিরুদ্দেশ। তাঁকে খুঁজছে পুলিশ। পুলিশের চরিত্রে অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ। ঘুমকেতু একজন চিত্রনাট্যকর, গল্প লেখক। তাঁর লেখা গল্প চুরি করে অন্য কেউ ছবি বানাচ্ছে। এই অভিযোগ জানাতে থানায় আসে সে। এবং নাম বলে ঘুমকেতু। এখানেই শেষ টিজার। লকডাউনের জন্য মনে করা হচ্ছে ভবিষ্যতে অনলাইন প্ল্যাটফর্মগুলোতেই ছবি রিলিজ করতে হবে। তবে আপাতত ঘুমকেতু টিজার দর্শকের মন জয় করে নিয়েছে।

  Published by:Piya Banerjee
  First published: