#মুম্বই: পর্ন ছবি তৈরি করে সেগুলিকে অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা (Raj Kundra)। আর এই ঘটনাতেই আরও একবার উঠে এসেছে অভিনেত্রী গেহেনা বশিষ্ঠের নাম। এবছরের প্রথম দিকে পর্ন ছবি সংক্রান্ত মামলাতেই গ্রেফতার হয়েছিলেন গেহেনা। সেই অভিনেত্রী ফের মুখ খুললেন। দাবি করলেন, রাজ কুন্দ্রা নাকি একটি ছবিতে শিল্পার বোন শমিতাকে কাস্ট করার পরিকল্পনা করেছিলেন।
গেহেনার আরও দাবি, সেই ছবিতে নাকি অভিনয় করতেও রাজি হয়ে গিয়েছিলেন শমিতা। তিনি জানিয়েছেন, তাঁর গ্রেফতারির কিছুদিন আগেই রাজ কুন্দ্রার বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকেই জানতে পারেন যে বলিফেম নামে একটি অ্যাপ লঞ্চ করার কথা ভাবছেন রাজ। এই অ্যাপে রিয়্যালিটি শো, চ্যাট শো, মিউজিক ভিডিও ও নন-বোল্ড ছবি দেখানো হবে। বেশ কিছু স্ক্রিপ্ট নিয়েও নাকি কথা হচ্ছিল সেই সময়ে। যার একটিতে শিল্পার বোন শমিতা শেট্টিকে কাস্ট করার কথা হচ্ছিল।
এছাড়াও আরও কয়েকজন অভিনেতাদের কাস্ট করার কথা ভাবছিলেন তিনি। গেহেনা জানাচ্ছেন, এই ছবিগুলি নাকি তাঁর পরিচালনা করার কথা ছিল। শমিতা নাকি ছবিতে অভিনয় করতে রাজিও হয়েছিলেন।
প্রসঙ্গত, সোমবার গভীর রাতে ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করে রাজকে। জানা যাচ্ছে রাজকে গ্রেফতার করতে সাহায্য করেছে কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাট। এই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলিতেই পর্ন ছবি তৈরি করা ও সেগুলি অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া নিয়ে কথাবার্তা ছিল। আর তাই এই চ্যাটগুলি মূল প্রামাণ্য তথ্য হিসেবে কাজ করেছে। এছাড়াও ছিল তিনটি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে ঠিক হতো কারা থাকবে নীল ছবিতে, কোথায় হবে শ্য়ুটিং এবং এর আর্থিক দিকগুলিও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raj Kundra, Shilpa Shetty