#মুম্বই: শাহরুখ খানের প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর অফিসের ইন্টেরিয়র ডিজাইনের দায়িত্ব পালন করেছেন খোদ তাঁর স্ত্রী গৌরী খান। এই অফিসে বসেই দিনের বেশিরভাগ সময় কাজ সারেন বলিউড বাদশা। সেই অফিসের সাজগোজে যে আন্তরিকতার ছোঁয়া প্রয়োজন তা স্ত্রী ছাড়া আর কেই-ই বা ভালো বুঝবেন। এবং এই অফিসকে নতুন করে সাজিয়ে তুলেছেন গৌরী, কাজে লাগিয়েছেন গোটা লকডাউনের সময়কে।
শুক্রবার নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই অভিজ্ঞতার কথা। 'অসাধারণ অভিজ্ঞতা' লিখে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন গৌরী। তাঁর ছবির বিবরণে গৌরী লিখেছেন, 'লকডাউনে শাহরুখের রেড চিলিজের অফিস ডিজাইন করার কাজ দারুণ এক অভিজ্ঞতা। আমি ভক্স ডট ইন্ডিয়া ছাড়া আর কাউকেই বিশ্বাস করিনি এই প্রজেক্টের ইন্টেরিয়রের জন্য। কালো, ধূসর ও সাদার মেলবন্ধনে একেবারেই মিলিমান সাজে সাজানো হয়েছে এই অফিস।...'
View this post on Instagram
এই অফিসকে সাজিয়ে তোলার জন্য কী থিম ব্যবহার করতে চেয়েছিলেন গৌরী খান? তিনি জানিয়েছেন, বাড়িতে না থেকেও বাড়ির মতো ছোঁয়া রাখাই ছিল এই অফিসের ইন্টেরিয়রের আইডিয়া। তিনি বলেছেন, 'বাড়ির বাইরে বাড়ির মতো আরমদায়ক জায়গা যেখানে ক্রিয়েটিভ মাইন্ড কাজ করবে, সঙ্গে থাকবে বড় খোলা জায়গা। এটা করা আমার পক্ষে চ্যালেঞ্জিংই ছিল।... রেড চিলিজের অফিস সাজানো ছিল আমার টপ মোস্ট প্রায়োরিটি।'
View this post on Instagram
গত বছরই এয়ার বিএনবির সঙ্গে চুক্তির কথা শেয়ার করেছিলেন শাহরুখ খান ও গৌরী। দিল্লিতে পঞ্চশীল পার্কে তাঁদের বাড়িতে এয়ার বিএনবি থাকার ব্যবস্থাও করবে বলে জানা গিয়েছিল। সেখানে লটারির মাধ্যমে দুই ভাগ্যশালী থাকতে পারবেন বলেও জানা গিয়েছিল। গৌরী বহুদিন ধরেই পেশাগত ভাবে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করছেন। মুম্বইতে তাঁর নিজস্ব স্টুডিও রয়েছে প্লাস গৌরী খান ডিজাইনস। বলিউডের বহু সেলেবের বাড়ি সাজানোর দায়িত্বও পালন করেছেন গৌরী। তালিকায় রয়েছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, করণ জোহরেরা।