#মুম্বই: মা হতে চলেছেন বেবো । দ্বিতীয়বার সন্তানের জন্ম দেবেন ৪০ বছরের করিনা কাপুর খান । গত বছরের অগাস্ট মাস নাগাদ ডঙ্কা বাজিয়ে নিজেই সুখবরটি জানিয়েছিলেন তিনি । নতুন সদস্যের আগমণের অপেক্ষায় এখন দিন গুণছে পতৌদি পরিবার ।
আজ, সোমবার সদ্যই সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা । কন্যা সন্তানের বাবা হয়েছেন বিরাট কোহলি । প্রায় একই সময়ে বি-টাউনের দুই হেভি ওয়েট তারকা বিরুষ্কা আর সইফিনা জানিয়েছিলেন তাঁদের পরিবারে নতুন সদস্য আসার খবরটা । অনুষ্কা তাঁর প্রথম সন্তানের জন্ম দিয়েছেন । এ বার পালা বেবোর । জানা গিয়েছে, সম্ভবত মার্চ মাসেই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন পতৌদি বেগম ।
আর এই দুই জনপ্রিয় নায়িকার মা হওয়াকে কেন্দ্র করে যারপরনায় সরগরম বলিউড । বিরুষ্কার সদ্যোজাত মেয়ে ইতিমধ্যেই রীতিমতো সেলিব্রিটি । অন্যদিকে, নবাব পরিবারের নতুন অতিথিও লাইম লাইটে আসার অপেক্ষায় দিন গুনছে। আর গর্ভাবস্থার এই অ্যাডভান্স স্টেজে দিব্যি রিল্যাক্স মুডে সময় কাটাচ্ছেন বেবো । বহুদিন পর্যন্ত যদিও নিজের রেডিও টক-শোয়ের শ্যুটিং করেছেন । বিভিন্ন বিজ্ঞাপনের শ্যুটও করেছেন তিনি । তবে আপাতত বিশ্রাম ।
View this post on Instagram
তাই সপ্তাহের প্রথম কাজের দিন সোমবারেও দিব্যি শীতের রোদ মেখে শুয়ে শুয়ে সেলফি তুলছেন করিনা । অন্য সময়, হাজার কাজের মধ্যে যা তিনি কল্পনাও করতে পারেন না । আর সে কারণেই ছবির ক্যাপশনে করিনা লিখেছেন, ‘‘পাজামায় সোমবার । কী সুন্দর জীবন ।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kareena Kapoor Khan, Pregnancy