#মুম্বই: কৃষক আন্দোলনের সঙ্গে জুড়ে গেল শাহিদ কাপুরের নাম৷ কৃষক আন্দোলনের সময়ে বলিউডের এই জনপ্রিয় নায়ক ছিলেন চণ্ডীগড়ে (Chandigarh)। সেখানে চলছিল তাঁর নতুন ছবি জার্সি-র (Jersey) শ্যুটিং। কিন্তু কৃষকেরা দেশের নয়া কৃষি বিলের প্রতিবাদে সরব হলেই, তাড়াতাড়ি চণ্ডীগড়ে থেকে শ্যুটিং দল নিয়ে পাততাড়ি গোটালেন শাহিদ! কারণ তাঁদের মনে হয়েছিল যে এ রকম উত্তপ্ত পরিবেশে শ্যুটিং করাটা সহজ হবে না!
এটা ঠিক যে এ ব্যাপারে নায়কের ব্যক্তিগত মতামত কী, তা এখনও পর্যন্ত জানা যায়নি। খুব সম্ভবত পেশাদার শিল্পী হিসেবে পরিচালক এবং প্রযোজকের সিদ্ধান্ত নিয়ে তাঁর কিছু বলারও নেই। তবে খবর যা তাতে জানা যাচ্ছে যে, চণ্ডীগড়ে তাঁরা কিন্তু কোনও সমস্যার সম্মুখীনও হননি। স্রেফ সমস্যা হতে পারে, সেটা অনুমান করেই শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়।
শাহিদের এই চুপ করে থাকা নিয়ে কিন্তু সামান্য হলেও গুঞ্জন শুরু হয়ে গিয়েছে আনাচে-কানাচে। আর যাই হোক, দেশে নিন্দুকের তো অভাব নেই! তাঁরা এই কৃষক আন্দোলনের প্রেক্ষিতেও টেনে নিয়ে এসেছেন নায়কের ব্যক্তিগত জীবনের কথা! উদাহরণ দিচ্ছেন তাঁর একদা প্রেমিকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের (Priyanka Chopra Jona)। নায়িকা যে ভাবে এর মধ্যেই সমর্থন জানিয়েছেন কৃষকদের আন্দোলনকে, সেই সাহস বলিউডের অনেকেরই নেই! নিন্দুকদের মন্তব্য- এ রকম মতের অমিলের জন্যই হয় তো প্রিয়াঙ্কা আর শাহিদের সম্পর্ক টেঁকেনি!
কী আর করা যায়! শাহিদ খুশি রয়েছেন তাঁর কাজ নিয়ে, শীত মরশুমে গায়ে রোদ মেখে সময় কাটছে তাঁর! যা হয়নি, তা নিয়ে ভেবে কী লাভ!