#মুম্বই: ৩০ পেরোতেই চোখের তলায় কালি, মুখে বলিরেখা, ত্বক শিথিল হয়ে পড়া, মেদ জমে ‘ডাবল চিন’ ... একের পর এক সম্যা লেগেই রয়েছে! হাজারো ফেশিয়াল , কেতাদার ক্রিম, লোশন ব্যবহার করে খালি পকেটই গড়ের মাঠ হয়! ফল মেলে না কিছুই!
আরও পড়ুন-শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, হাসিন গানে গানে কী বার্তা দিচ্ছেন, দেখে নিনএবার এইসমস্ত সমস্যার সমাধান করে দিলেন আর কেউ নন, খোদ বলিটাউনের বিউটি কুইন দীপিকা পাড়ুকোন। হালে সুন্দরী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোষ্ট করেছেন যেখানে নিজেই নানা রকম মুখভঙ্গি করে দেখিয়েছেন, কীভাবে মুখের যোগব্যায়াম করে ত্বক মেদহীন ও টানটান রাখা যায়।
দেখুন সেই ভিডিও--
View this post on Instagram