Home /News /entertainment /
মুম্বইয়ে আরকে স্টুডিতে আগুন, ঘটনাস্থলে ৬টি দমকলের ইঞ্জিন

মুম্বইয়ে আরকে স্টুডিতে আগুন, ঘটনাস্থলে ৬টি দমকলের ইঞ্জিন

মুম্বইয়ের জনপ্রিয় আরকে স্টুডিওতে আগুন ৷ আগুন লাগে শনিবার দুপুর ৩টে নাগাদ ৷

 • Share this:

  #মুম্বই: মুম্বইয়ের জনপ্রিয় আরকে স্টুডিওতে আগুন ৷ আগুন লাগে শনিবার দুপুর ৩টে নাগাদ ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় ৬টি দমকলের ইঞ্জিন ৷

  Fire 2

  জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই আরকে স্টুডিওতে বিদ্যুতের কাজ চলছিল ৷ চলছিল নানা ডেকোরেশনের কাজও ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে হিন্দি সিনেমার ঐতিহ্যবাহী স্টুডিও আরকে স্টুডিওতে ৷ তবে ক্ষয়-ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ৷

  First published:

  Tags: Fire, Mumbai, R K Studio

  পরবর্তী খবর