#মুম্বই: সোমবার আগুন লাগে মুম্বইয়ের এক্সচেঞ্জ বিল্ডিংয়ে। ব্যালার্ড স্টেট বহুতলের দ্বিতীয় তলে আগুন লাগে। প্রসঙ্গত, এই বহুতলেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিস, বর্তমানে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু থেকে শুরু হওয়া মাদককাণ্ডের তদন্ত করছে এনসিবি।সোমবার সকালে আচমকাই আগুন লাগে ওই বহুতলে। ঘটনাস্থলে পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কর্মীরা। প্রাথমিক অনুমাণ, এয়ার কন্ডিশনার ফেটে গিয়েই অগ্নিকাণ্ড! এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
Mumbai: Fire breaks out in Exchange Building at Ballard Estate; fire tenders present at the spot pic.twitter.com/odzNk0Bfpd
— ANI (@ANI) September 21, 2020
মুম্বইয়ের ব্যালার্ড স্টেটের তৃতীয় তলাতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিস। রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে তাঁর গ্রেফতারি, সবটাই মুম্বইয়ের ওই অফিসে বসেই সারছিলেন এনসিবির আধিকারিকরা। এই অফিসেই জেরা করা হচ্ছে মাদক কাণ্ডে জড়িত অভিযুক্তদের। ফলে স্বাভাবিকভাবেই, রিয়া চক্রবর্তী-সহ মাদক মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং তথ্য এই অফিসেই রয়েছে বলে জানা যাচ্ছে!
আপাতত ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে বাইকুল্লা জেলে রয়েছেন মাদক কাণ্ডে অভিযুক্ত রিয়া। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে দাবি করা হয়, রিয়া চক্রবর্তী 'ড্রাগ সিন্ডিকেট'-এর সঙ্গে সরাসরিভাবে যুক্ত, সক্রিয় সদস্য। সুশান্তের জন্য তিনিই মাদক আনাতেন, অন্যান্য নানা জায়গাতেও মাদক পৌঁছে দেওয়ার কাজ করতেন। NDPS আইন অনুসারে ২৭ এ, ২১, ২২, ২৮ ও ২৯ ধারায় মামলা দায়ের করেছে। রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের প্রাক্তন হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও অভিনেতার রাঁধুনী দীপেশের বিরুদ্ধে মাদক জোগাড় ও সুশান্তকে মাদক জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। গ্রেফতার করা হয়েছে জাইদ ভিলাত্রা ও আবদেল বসিত পরিহার নামে ২ মাদক পাচারকারীকে ।