corona virus btn
corona virus btn
Loading

'শেষ বিদায় ভাই'! সুশান্তের ছবির সামনে অন্তিম প্রার্থনায় পরিবার, ছবি পোস্ট দিদির

'শেষ বিদায় ভাই'! সুশান্তের ছবির সামনে অন্তিম প্রার্থনায় পরিবার, ছবি পোস্ট দিদির
Sushant Singh Rajput Death

ছেলের ছবির পাশে বসে রয়েছেন সুশান্তের বাবা কেকে সিং৷ ফুল দিয়ে সাজানো রয়েছে সুশান্তের ছবি৷ আর মাটিতে বসে দিদি ও আত্মীয়রা চোখ বুজে প্রার্থনা করছেন৷

  • Share this:

#পটনা: ভাইয়ের ছবির সামনে বসে পরিবার৷ চলছে প্রার্থনা৷ সেই ছবি পোস্ট করেলেন দিদি স্বেতা৷ লিখলেন, 'অনেক ভালবাসা ভাই৷ যেখানেই থাকো, সুখে থেকো৷ আমরা সবসময় তোমায় ভালবাসব'৷ ছবিতে দেখা গিয়েছে ছেলের ছবির পাশে বসে রয়েছেন সুশান্তের বাবা কেকে সিং৷ ফুল দিয়ে সাজানো রয়েছে সুশান্তের ছবি৷ আর মাটিতে বসে দিদি ও আত্মীয়রা চোখ বুজে প্রার্থনা করছেন৷

১৪ জুন বান্দ্রায়, নিজের বাড়িতে উদ্ধার হয় সুশান্তের মৃত দেহ৷ পুলিশ জানিয়েছে যে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত৷ ময়নাতদন্তে জানান গিয়েছে যে, গলায় ফাঁস দেওয়ার ফলে শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে৷ তবে কী কারণে এই মৃত্যু সেটা স্পষ্ট না হলেও, বলিউডে চলতে থাকা না অপসংস্কৃতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ পক্ষপাতিত্ব, কাজ না দেওয়া ছাড়াও নানা রকম কর্মকাণ্ডের কথা উঠে এসেছে৷ ইতিমধ্যেই অনেককে জেরা করেছে পুলিশ৷

তবে আপাতত এসবের থেকে বহুদূরে রয়েছে সুশান্তের পরিবার৷ তাঁরা শোকতাপে জর্জরিত৷ সুশান্তের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ছবি, খেলাধূলা এবং বিজ্ঞানচর্চায় উঠতি প্রতিভাদের সাহায্যের জন্য তাঁরা সুশান্তের নামে একটি সংগঠন শুরু করবেন৷ সুশান্ত সিং রাজপুত ফাউন্ডেশনের পক্ষ থেকে এদের সকলকে আর্থিক সাহায্য করা হবে৷ সুশান্ত নিজে অভিনেতা হলেও তিনি বিজ্ঞানচর্চায় বিশেষভাবে মনযোগী ছিলেন এবং ধোনি ছবিতে অভিনয় করে যথেষ্ট প্রসংশা কুড়িয়েছিলেন৷ তাই এসব ক্ষেত্রে ছেলেমেয়েদের সাহায্য করবে এই সংগঠন৷

ইতিমধ্যেই সুশান্তের শেষ ছবি দিল বেচারা মুক্তির অপেক্ষায়৷ ডিজিটাল মাধ্যমে মুক্তি পাবে ছবিটি৷ ২৪ জুলাই ডিজনি হটস্টারে শেষবার সকলে সুশান্তের অভিনয় দেখতে পাবেন এবং তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন৷

Published by: Pooja Basu
First published: June 29, 2020, 4:21 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर