#পটনা: ভাইয়ের ছবির সামনে বসে পরিবার৷ চলছে প্রার্থনা৷ সেই ছবি পোস্ট করেলেন দিদি স্বেতা৷ লিখলেন, 'অনেক ভালবাসা ভাই৷ যেখানেই থাকো, সুখে থেকো৷ আমরা সবসময় তোমায় ভালবাসব'৷ ছবিতে দেখা গিয়েছে ছেলের ছবির পাশে বসে রয়েছেন সুশান্তের বাবা কেকে সিং৷ ফুল দিয়ে সাজানো রয়েছে সুশান্তের ছবি৷ আর মাটিতে বসে দিদি ও আত্মীয়রা চোখ বুজে প্রার্থনা করছেন৷
১৪ জুন বান্দ্রায়, নিজের বাড়িতে উদ্ধার হয় সুশান্তের মৃত দেহ৷ পুলিশ জানিয়েছে যে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত৷ ময়নাতদন্তে জানান গিয়েছে যে, গলায় ফাঁস দেওয়ার ফলে শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে৷ তবে কী কারণে এই মৃত্যু সেটা স্পষ্ট না হলেও, বলিউডে চলতে থাকা না অপসংস্কৃতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ পক্ষপাতিত্ব, কাজ না দেওয়া ছাড়াও নানা রকম কর্মকাণ্ডের কথা উঠে এসেছে৷ ইতিমধ্যেই অনেককে জেরা করেছে পুলিশ৷
তবে আপাতত এসবের থেকে বহুদূরে রয়েছে সুশান্তের পরিবার৷ তাঁরা শোকতাপে জর্জরিত৷ সুশান্তের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ছবি, খেলাধূলা এবং বিজ্ঞানচর্চায় উঠতি প্রতিভাদের সাহায্যের জন্য তাঁরা সুশান্তের নামে একটি সংগঠন শুরু করবেন৷ সুশান্ত সিং রাজপুত ফাউন্ডেশনের পক্ষ থেকে এদের সকলকে আর্থিক সাহায্য করা হবে৷ সুশান্ত নিজে অভিনেতা হলেও তিনি বিজ্ঞানচর্চায় বিশেষভাবে মনযোগী ছিলেন এবং ধোনি ছবিতে অভিনয় করে যথেষ্ট প্রসংশা কুড়িয়েছিলেন৷ তাই এসব ক্ষেত্রে ছেলেমেয়েদের সাহায্য করবে এই সংগঠন৷
ইতিমধ্যেই সুশান্তের শেষ ছবি দিল বেচারা মুক্তির অপেক্ষায়৷ ডিজিটাল মাধ্যমে মুক্তি পাবে ছবিটি৷ ২৪ জুলাই ডিজনি হটস্টারে শেষবার সকলে সুশান্তের অভিনয় দেখতে পাবেন এবং তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sushant singh Rajput