#মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি কাজল ও অজয় দেবগন। পর্দায় তাঁদের রোম্যান্স করতে দেখেছেন দর্শক। পাশাপাশি বাস্তবেও তাঁরা সফল এবং সুখী দম্পতি। ১৯৯৯ সালে বিয়ে করেছিলেন কাজল ও অজয়। একসঙ্গে বহু বছর থেকেছেন। কিন্তু বিয়ে করার সময় বাধা এসেছিল কাজলের বাবা সমু মুখোপাধ্যায়ের তরফ থেকে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাজল জানিয়েছেন, মাত্র ২৪ বছরে বিয়ে করার সিদ্ধান্ত মোটেই মেনে নেননি তাঁর বাবা। তার বাবার বক্তব্য ছিল, এই সময়ে আরও বেশ কিছু কাজ করা উচিত কাজলের। সেই সময়ে তাঁর মা তনুজা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন।
তনুজাই তাঁকে বলেছিলেন, মন যা বলছে তাই করতে। আর তাই নিজের মনের কথা শুনে বিয়ের পিঁড়িতে বসেছিলেন কাজল। ১৯৯৯ সালে ২৪ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন কাজল ও অজয়। একসঙ্গে ২২ বছর কাটিয়ে ফেলেছেন।
বর্তমানে মেয়ে নাইসার সঙ্গে সিঙ্গাপুরে রয়েছেন কাজল। সেখানে নাইসা পড়াশোনা করছেন। অন্যদিকে মুম্বইতে ছেলে যুগের সঙ্গে রয়েছেন অজয় দেবগন। উল্লেখ্য পেয়ার তো হোনা হি থা ছবিতে জুটি হিসেবে দর্শকদের মুগ্ধ করেছিলেন অজয় ও কাজল। সম্প্রতি তারা আবার একসঙ্গে তানাজি ছবিতে অভিনয় করেছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajay Devgan, Kajol