corona virus btn
corona virus btn
Loading

‘ঘুমাও... তুমি ঘুমাও ভাই’, কান্নাভেজা পোস্টে সুশান্তকে কবিতা পাঠালেন ফারহান আখতার

‘ঘুমাও... তুমি ঘুমাও ভাই’, কান্নাভেজা পোস্টে সুশান্তকে কবিতা পাঠালেন ফারহান আখতার

ভাইয়ের মত সুশান্তকে দেখতেন অভিনেতা ফারহান আখতার । ট্যুইটে স্মরণ করলেন ছোট ভাইকে । পাঠালেন কান্নাভেজা কবিতা ।

  • Share this:

#মুম্বই: এ ভাবেও চলে যাওয়া যায়? সবাইকে কাঁদিয়ে দিয়ে এ ভাবেই চলে গেলেন সুশান্ত সিং রাজপুত । তাঁর মৃত্যুর দু’দিন পরেও এই অপূরণীয় ক্ষতি মানতে পারছে না বলিউড । গোটা দেশকে ভাবিয়ে তুলেছে, মৃত্যুর কারণ, অবসাদ, মানসিক স্বাস্থ্য, কদর্য বলিউড, নেপোটিজম... । সব কিছু নিয়েই প্রশ্ন উঠছে মানুষের মনে । একের পর এক ভেসে আসছে পুরনো স্মৃতি, সুশান্তের না পূরণ হওয়া সব শখ, সোশ্যাল মিডিয়া ভরে উঠছে সকলের স্মৃতিচারণায় । ভাইয়ের মত সুশান্তকে দেখতেন অভিনেতা ফারহান আখতার । ট্যুইটে স্মরণ করলেন ছোট ভাইকে । পাঠালেন কান্নাভেজা কবিতা ।

‘‘ঘুমাও আমার ভাই...ঘুমাও

শকুনদের জমায়েত হতে দাও কুমিরদের কাঁদতে দাও সার্কাসের খেলোয়াড়রা খেলা দেখিয়ে যাক জাগল, কনটর্ট, বো আর লিপ করুক উগ্রতা উচ্চতায় পৌঁছে যাক মানুষের হৃদয়ের অন্ধকারকে আর ঘন হতে দাও ঘুমাও আমার ভাই... তুমি ঘুমাও ।’’

Published by: Simli Raha
First published: June 16, 2020, 10:34 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर