#মুম্বই: বারবার ঘুরে ফিরে আসছে এই নামটাই । ‘মুভি মাফিয়া’, ‘নেপোটিজমের প্রবর্তক’ নামে একের পর এক বিদ্বেষ আছড়ে পড়ছে পরিচালক-প্রযোজক করণ জোহরের বিরুদ্ধে । এই অবস্থায় দাঁড়িয়ে করণ জোহরের একসময়ের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর পরবর্তী এপিসোড অর্থাৎ সিজন ৭ আসবে কিনা তাই নিয়েই প্রশ্ন উঠছিল ।
শোনা যাচ্ছে, নেটিজেনদের একটা বড় অংশ ব্যাপক ক্ষোভ উগড়ে দিয়েছেন করণের ‘কফি উইথ করণ’ শোয়ের বিরুদ্ধে । এই শোয়েই এসে স্টার কিডরা সুশান্তের সম্পর্কে নানান অপমানজনক মন্তব্য করেছিলেন । সেই ভিডিও ক্লিপিংস প্রবল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
This is not cool even as a fun game @karanjohar @aliaa08 pic.twitter.com/NxgD7CBUlR
— PSEUDO LIBRANDUS (@Pseudo_Liberal_) June 15, 2020
#BollywoodBlockedSushant This is how they mocked him. Now writing RIP won't take away ur sins bollytards nepo kids Wish you had let him live in peace and let him enjoy his life in peace... He wouldn't be resting forever pic.twitter.com/KH22e3DaDF
— Dr. Lisa Saxena (@LisSaxena) June 15, 2020
বিভিন্ন এপিসোডে এসে সোনম কাপুর থেকে আলিয়া ভাটরা সুশান্তকে ব্যঙ্গ করেছেন । তাতে সামিল হতে দেখা গিয়েছে করণকেও । ফলে রোষের মুখে পড়তে হয়েছে করণ-সহ তাঁর জনপ্রিয় চ্যাট শো’কেও ।
ফলে চ্যানেল কর্তৃপক্ষ এই শোয়ের পরবর্তী এপিসোড এই মুহূর্তে আনতে চাইছে না বলেই জানা যাচ্ছে । তবে এই বিষয়ে চ্যানেলের তরফে কোনও অফিসিয়াল স্টেটমেন্ট এখনও পাওয়া যায়নি ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Karan johar, Koffee With Karan, Koffee With Karan season 7