#মুম্বই: তৃতীয় বারের জন্য মা হতে চলেছেন শাহিদ কাপুরের স্ত্রী ? অন্তত এমনটা রটছে সর্বত্র ৷ সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই ঘুরপাক খাচ্ছে একটি কথা ৷ শাহিদের মত তাঁর স্ত্রী মীরা রাজপুতও ইনস্টাগ্রামে অত্যন্ত সক্রিয় ৷ সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের মুখোমুখি হয়েছিলেন শাহিদ জায়া ৷ ভক্তদের কাছে সরাসরি প্রশ্ন রাখার সুযোগও ছিল ৷ সেই সময়েই এক ভক্ত প্রশ্ন করেছিলেন মীরাকে তৃতীয়বার মা হওয়ার বিষয়ে? ৷ উত্তরে মীরা জানিয়েছিলেন না তিনি গর্ভবতীও নন, আর মা হওয়ার এখন কোনও সম্ভাবনা নেই ৷
View this post on Instagram
উত্তর দেওয়ার সময় এক বিশেষ ইমোজিও দিয়েছিলেন মীরা রাজপুত ৷ এরপরে মীরার বলিউডে এন্ট্রি নিয়ে প্রশ্ন করা হলে সেক্ষেত্রেও মীরার জবাব ছিল না ৷ প্রিয় খাবার দাবার, প্রিয় ঘুরতে যাওয়ার জায়গা সংক্রান্ত প্রশ্ন করেছিলেন ৷ মীরাকে রাজপুত ভক্তদের আস্ক মি এনিথিং সেশনে প্রশ্ন করেছিলেন ৷ সেই প্রশ্নের জবাব যা দিযেছিলেন মীরা সেটাই তাঁর স্টোরিতে দিয়েছিলেন ৷ মীরা ও শাহিদ দুই সন্তানের বাবা-মা ৷ এমনিতেই মীরা ফিল্মি দুনিয়ার থেকে অনেক দূরেই রয়েছেন ৷
ক্যামেরার প্রতি সদা সাবলীল, ২০১৮ সালে অ্যান্টি এজিং ক্রিমে বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন ৷ মীরা রাজপুত ও শাহিদ কাপুরের বিয়ে হয়েছিল ২০১৫ সালে ৷ স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের অন্তর ১৩ বছরের ৷ শাহিদ-মীরা জুটি ইন্ডাস্ট্রির সেরা জুটির অন্যতম বলে মনে করা হয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shahid Kapoor