Home /News /entertainment /
সোনু সুদের কাছে গাড়ি চাইলেন ভক্ত! নিজেই ড্রাইভ করবেন, জানিয়ে উত্তর দিলেন নায়ক

সোনু সুদের কাছে গাড়ি চাইলেন ভক্ত! নিজেই ড্রাইভ করবেন, জানিয়ে উত্তর দিলেন নায়ক

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে অভিনেতা সোনুর কাছে এ বার একটি গাড়ি চেয়ে বসলেন এক ব্যক্তি । তাঁকে মোক্ষম জবাব দিলেন সোনু ।

 • Share this:

  #মুম্বই: লকডাউনের শুরু থেকেই দেশের মানুষের কাছে যেন একেবারে বাস্তবের সুপার হিরো হয়ে উঠেছেন অভিনেতা সোনু সুদ । পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো থেকে শুরু করে বেকারদের কাজে ফেরানো, বারবার সকলের পাশে সাহায্যের ঝুলি নিয়ে গিয়ে দাঁড়িয়েছেন তিনি । ট্যুইটারে, হেল্প লাইন নম্বরে যখন যে যেমন সাহায্য চেয়েছেন, নিজের সর্বস্ব দিয়ে তাঁকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন সোনু ।

  তবে অনেক মানুষ ভাল কাজের সম্মান দিতেও জানেন না । তাই অনেকেই সোনুর কাছে যা ইচ্ছা তাই চেয়ে বসছেন । সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে অভিনেতা সোনুর কাছে এ বার একটি গাড়ি চেয়ে বসলেন এক ব্যক্তি । তিনি লিখেছেন, ‘‘সোনু স্যার, আমার স্ত্রী’র দাদা-দাদির সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য একটি গাড়ি প্রয়োজন। আপনি কি এক সপ্তাহের জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দিতে পারবেন? আমি নিজেই সেটি চালিয়ে যাবো।'

  ভক্তের ওই আবদারে একটু রসিকতা করে সোনু লেখেন, 'আপনি কেন নিজে চালিয়ে যাবেন। আমি আপনাকে পৌঁছে দিয়ে আসব। দয়া করে শুধু বলে দেবেন, কোন গাড়িতে যেতে চান, আর গাড়িতে এসির তাপমাত্রা কত রাখতে হবে।'

  Published by:Simli Raha
  First published:

  Tags: Sonu Sood

  পরবর্তী খবর