Home /News /entertainment /
ঐশ্বর্য-সলমনের এই ছবি কখনও দেখেননি আপনি, সে সময় সম্পর্কে ছিলেন তাঁরা

ঐশ্বর্য-সলমনের এই ছবি কখনও দেখেননি আপনি, সে সময় সম্পর্কে ছিলেন তাঁরা

হাতে ধরা চায়ের কাপ ৷ সে সময় অবশ্য দিব্যি প্রেমের সম্পর্কে ছিলেন সলমন-ঐশ্বর্য ৷

  • Share this:

    #মুম্বই: একটা সময় ছিল যখন তাঁদের সম্পর্ক নিয়ে উত্তাল হয়েছিল গসিপ কলাম ৷ গভীর প্রেম যেমন করেছিলেন চুটিয়ে, তেমনই বিচ্ছেদটাও হয়েছিল বিপুল বিতর্ক তৈরি করে ৷ সলমন খান আর ঐশ্বর্য রাইয়ের প্রেম নিয়ে সে সময় কাটাছেঁড়া কম হয়নি ৷ তারপর অবশ্য দু’জনের রাস্তা আলাদা হয়ে যায় ৷ অভিষেক বচ্চনকে বিয়ে করে ঐশ্বর্য খান বচ্চনবহূ ৷ আরাধ্যাকে নিয়ে এখন তাঁদের সুখের সংসার ৷ সলমন অবশ্য এখনও এলিজেবল ব্যাচেলর তকমাটা রক্ষা করে চলেছেন ৷ অনেক নায়িকাদের সঙ্গে তাঁর নাম শোনা গেলেও এখনও ছাদনাতলার আশেপাশেও মুখ দেখাননি সলমন ৷ তবে বহুদিন আগের সলমন-ঐশ্বর্যর একটি ছবিই এখন কাঁপাচ্ছে নেট দুনিয়া ৷ ছবিতে ক্যাজুয়াল লুকে দেখা যাচ্ছে প্রাক্তন লভ বার্ডসকে ৷ কালো শার্ট পরেছেন সলমন, ঐশ্বর্যাও কালো স্লিভলেস ওয়ানপিস পরে ক্যামেরায় পোজ দিচ্ছেন ৷ হাতে ধরা চায়ের কাপ ৷ সে সময় অবশ্য দিব্যি প্রেমের সম্পর্কে ছিলেন সলমন-ঐশ্বর্য ৷

    First published:

    Tags: Aishwarya Rai Bachchan, Salman Khan

    পরবর্তী খবর