• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • টানা তিন ঘণ্টা আটক থাকলেন এলি! আতঙ্কে কথা বন্ধ!

টানা তিন ঘণ্টা আটক থাকলেন এলি! আতঙ্কে কথা বন্ধ!

photo source collected

photo source collected

 • Share this:

  #মুম্বই: এলি আব্রাহাম ব্যালকনিতে আটকে পড়লেন । উদ্ধারের জন্য বার বার ফোন করেও যখন কাউকে পেলেন না, বলিউড অভিনেত্রী। তারপর ভয়ে কান্নাকাটি শুরু করে দেন। আটকে পড়ে সাহায্যের জন্য বার বার ফোন করেও কাউকে পেলেন না তিনি। মশার কামড়ে, আতঙ্কে প্রায় ৩ ঘণ্টা আটকে থাকতে হয় এলিকে।

  রাতে স্নানের পর ব্যালকনিতে যান এলি। তারপর আচমকাই তাঁর ঘরের দরজা আটকে যায়। অনেক বার চেষ্টা করেও এলি যখন দরজা খুলতে পারেননি, তখন তিনি সাহায্যের জন্য বাড়ির এক কর্মীকে ফোন করেন। কিন্তু, রাত বেড়ে যাওয়ায়, তাঁর আসতেও বেশ দেরি হয়। ফলে প্রায় টানা ৩ ঘণ্টা মশার কামড় খেয়ে ব্যালকনিতে আটকে থাকতে হয় এলিকে। মোবাইলে চার্জ না থাকার জন্য আর কারও সঙ্গে যোগাযোগ ও করে উঠতে পারেননি। ভয়ে, আতঙ্কে তিনি মানসিক অবসাদে চলে যান। বাড়ির কাজের লোক তিন ঘণ্টা পরে এসে উদ্ধার করে তাঁকে! তখনও ভয়ে কাঁদতে থাকেন এলি। নিজের এই ভয়ানক অভিজ্ঞতার সোশ্যান মিডিয়ায় শেয়াজ করেন তিনি।

  First published: