#মুম্বই: আজ তিনি কেন্দ্রীয় মন্ত্রকের দায়ভার সামলাচ্ছেন । বস্ত্র এবং নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে । কিন্তু আজ থেকে ২২ বছর আগে ১৯৯৮ সালে ছবিটা কেমন ছিল?তখন স্মৃতি ইরানির বয়স মাত্র ২১ । তিনি একজন উঠতি মডেল, নায়িকা । স্মৃতি ইরানি তখন ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার একজন অংশগ্রহণকারী । সে সময়ই তিনি বলেছিলেন, জাতীয় রাজনীতিতে তাঁর উৎসাহ রয়েছে । অদ্ভুত সংযোগ । সেই ২১ বছরের মেয়ে, ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠার পরেও নিজেকে যুক্ত করেছে সেই রাজনীতির সঙ্গেই ।সম্প্রতি একতা কাপুর এই পুরনো ভিডিওটি শেয়ার করেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে । সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সেটি । ভিডিও-তে স্মৃতি’কে বলতে শোনা যায়, তিনি ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন এবং তিনি অ্যাডভেঞ্চার্স স্পোর্টস খুবই ভালবাসেন । এরপর তাঁকে ১১ নম্বরে র্যাম্পে হাঁটতেও দেখা যায় ।
স্মৃতি ইরানি-একতা কাপুরের বন্ধুত্ব সেই সময় থেকেই । একতার হাত ধরেই ‘কিঁউ কি সাশ ভি কভি বহু থি’-র মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন স্মৃতি । সেটা ২০০১ সাল । সেখানে স্মৃতি ওরফে তুলসী-র জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া ।
এ দিন একতা এই পুরনো ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘‘আমার বন্ধু স্মৃতি ইরানির উদ্দেশ্যে এটা আমার মুগ্ধতা । যে মিস ইন্ডিয়ার মুকুট জিততে পারেননি, কিন্তু ঘরে ঘরে তাঁর নাম নেওয়া হত । যাঁরা ভাবেন, সাফল্য সহজেই আসে এটা তাঁদের জন্য...সাফল্য খুব কঠিন, এটা তাঁদের কাছেই আসে যাঁরা কঠোর পরিশ্রম করেন । স্মৃতি, আজ একজন মন্ত্রী... যাঁর ব্যক্তিত্ব পুরোটাই বদলে গিয়েছে এই কয়েক বছরে । একজন চুপচাপ, লাজুক, সাধারণ মেয়ে থেকে ও একজন ক্ষমতাবান অথচ বিনয়ী মন্ত্রী হয়ে উঠেছেন । যে সাধারণ মেয়েটা বালাজি-তে কাজ করত, আমি জানি তাঁর হাসিই সবার হৃদয় জয় করে নিত । যখনই তাঁর থেকে কেউ কোনও সাহায্য চাইত, সে ঝাঁপিয়ে পড়ত । সে স্বভাব তাঁর এখনও আছে... যাঁরা তাঁর সঙ্গে কাজ করেছিল, আজও সবার সঙ্গে তিনি যোগাযোগ রাখেন । এটাই তাঁর শিকড়ের সঙ্গে তাঁর সংযোগ । যা তাঁকে আরও আরও সুন্দর একজন মানুষ করে তোলে । আমার বন্ধুর জন্য আমি গর্বিত ।’’