#মুম্বই: দর্শকদের প্রবল চাহিদা সুশান্তের প্রথম ভিডিও দেখার৷ যেই দৃশ্যে তিনি সকলের সামনে প্রথম আর্বিভূত হয়েছিলেন, সেই দৃশ্যটি দেখার জন্য বারবার অনুরোধ করছিলেন সুশান্তের ভক্তরা৷ তাদের কথা মাথায় রেখে সেই সিন বা দৃশ্যটি প্রকাশ করলেন একতা কাপুর৷ যেদিন প্রথম টিভিতে সুশান্তকে দেখেছিলেন আপামর ভারতবাসী, সেই দৃশ্যটি আবার দেখলেন সকলে৷ ধারাবাহিকের নাম ছিল 'কিস দেশ ম্যায় হ্যায় মেরা দিল'৷ ২০০৮-এর এই ধারাবাহিকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত৷ পবিত্র রিস্তার আগে এই ধারাবাহিকে অভিনয় করেন সুশান্ত৷ তবে এই দৃশ্যটি দেখলেই যে কেউ বুঝতে পারবেন যে সুশান্তের দৌড় ছিল লম্বা৷ তিনি যে অনেক দূর যেতে পারেন, তার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন এই দৃশ্যেই৷ একেবারে হিরোর মত ছিল তাঁর চাল! যা দেখে খুব পছন্দ হয়েছিল একতার৷ তাই তো তাঁর পরবর্তী ধারাবাহিক পবিত্র রিস্তাতে সুশান্তকে লিড রোলে নেন তিনি৷ তারপরই বলিউডে পা রাখেন সুশান্ত সিং রাজপুত৷
একতা লিখেছেন, অনেকে আমায় সুশান্তের প্রথমদিনের সিনের ভিডিও পোস্ট করতে বলেছিলেন৷ এই ছিল সেই দৃশ্য৷ 'কিস দেশ ম্যায় হায় মেরা দিল'৷ অনেক ভালবাসা, প্রার্থনা এই সুন্দর মানুষটির জন্য৷
আপাতত সুশান্ত সিং রাজপুতের মৃত্য মামলা সিবিআইয়ের হাতে৷ জোর কদমে চলছে তদন্ত৷