• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • দর্শকদের চাহিদা, সুশান্তের প্রথম টিভি শোয়ের ভিডিও সামনে আনলেন একতা কাপুর

দর্শকদের চাহিদা, সুশান্তের প্রথম টিভি শোয়ের ভিডিও সামনে আনলেন একতা কাপুর

পবিত্র রিস্তার আগে বালাজির আরও একটি ধারাবাহিকে অভিনয় করতেন সুশান্ত৷ পাবলিক ডিমান্ডে সেই ধারাবাহিক 'কিস দেশ ম্যান হায় মেরা দিল'-এর ভিডিও পোস্ট করলেন একতা৷

পবিত্র রিস্তার আগে বালাজির আরও একটি ধারাবাহিকে অভিনয় করতেন সুশান্ত৷ পাবলিক ডিমান্ডে সেই ধারাবাহিক 'কিস দেশ ম্যান হায় মেরা দিল'-এর ভিডিও পোস্ট করলেন একতা৷

পবিত্র রিস্তার আগে বালাজির আরও একটি ধারাবাহিকে অভিনয় করতেন সুশান্ত৷ পাবলিক ডিমান্ডে সেই ধারাবাহিক 'কিস দেশ ম্যান হায় মেরা দিল'-এর ভিডিও পোস্ট করলেন একতা৷

 • Share this:

  #মুম্বই: দর্শকদের প্রবল চাহিদা সুশান্তের প্রথম ভিডিও দেখার৷ যেই দৃশ্যে তিনি সকলের সামনে প্রথম আর্বিভূত হয়েছিলেন, সেই দৃশ্যটি দেখার জন্য বারবার অনুরোধ করছিলেন সুশান্তের ভক্তরা৷ তাদের কথা মাথায় রেখে সেই সিন বা দৃশ্যটি প্রকাশ করলেন একতা কাপুর৷ যেদিন প্রথম টিভিতে সুশান্তকে দেখেছিলেন আপামর ভারতবাসী, সেই দৃশ্যটি আবার দেখলেন সকলে৷ ধারাবাহিকের নাম ছিল 'কিস দেশ ম্যায় হ্যায় মেরা দিল'৷ ২০০৮-এর এই ধারাবাহিকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত৷ পবিত্র রিস্তার আগে এই ধারাবাহিকে অভিনয় করেন সুশান্ত৷ তবে এই দৃশ্যটি দেখলেই যে কেউ বুঝতে পারবেন যে সুশান্তের দৌড় ছিল লম্বা৷ তিনি যে অনেক দূর যেতে পারেন, তার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন এই দৃশ্যেই৷ একেবারে হিরোর মত ছিল তাঁর চাল! যা দেখে খুব পছন্দ হয়েছিল একতার৷ তাই তো তাঁর পরবর্তী ধারাবাহিক পবিত্র রিস্তাতে সুশান্তকে লিড রোলে নেন তিনি৷ তারপরই বলিউডে পা রাখেন সুশান্ত সিং রাজপুত৷

  একতা লিখেছেন, অনেকে আমায় সুশান্তের প্রথমদিনের সিনের ভিডিও পোস্ট করতে বলেছিলেন৷ এই ছিল সেই দৃশ্য৷ 'কিস দেশ ম্যায় হায় মেরা দিল'৷ অনেক ভালবাসা, প্রার্থনা এই সুন্দর মানুষটির জন্য৷

  আপাতত সুশান্ত সিং রাজপুতের মৃত্য মামলা সিবিআইয়ের হাতে৷ জোর কদমে চলছে তদন্ত৷

  Published by:Pooja Basu
  First published: