#মুম্বই: লকডাউনে গোটা বলিউড গৃহবন্দি। করোনা ভাইরাসের মোকাবিলায় সকলে নিজেদেরকে সেলফ আইসোলেশনে রেখেছেন। এই সময় চলছে না সিনেমা হল। বন্ধ শপিং মল। কেউ পারছেন না ঘরের বাইরে বেরোতে। বাড়িতে থেকেই সেলেবরা করছেন নানা রকম কাজ। এবং মানুষকে সর্তক করছেন।
এই সময় সেলেবরা কেউ নিজেদের পুরনো ছবি শেয়ার করছেন। কেউ আবার নিজেদের নাচের ভিডিও শেয়ার করছেন। বলিউড অভিনেত্রীও দিশা পাটনিও এই তালিকায় যোগ করলেন নিজের নাম। মালাং ছবিতে কয়েক মাস আগেই জমিয়ে অভিনয় করেছেন দিশা ও আদিত্য রায় কাপুর। কিন্তু ছবি তেমন ব্যবসা করেনি। তবে দিশার নাচ কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল। এবার সেই ছবির একটি নাচের দৃশ্যের ভিডিও শেয়ার করলেন তিনি। কিভাবে শ্যুট হয়েছিল সেই নাচ ? তা জানাতেই এই ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিও শেয়ার করে অভিনেত্রী লেখেন, "আমাকে তোমরা ভালবাস তো?"