#মুম্বই: বোল্ড ছবির জন্যই যেন সব সময় রয়েছেন আলোচনার ঠিক কেন্দ্রবিন্দুতে ৷ তাঁর মারকাটারি ফিগার, টোনড বডি, দারুণ ফিটনেস, নজরকাড়া ড্রেসিং সেন্স নিয়ে সর্বদাই তিনি লাইম লাইটে । বুঝতে পারছেন কে তিনি? এই লাস্যময়ী আর কেউ নন, বিকিনি সুন্দরী দিশা পটানি ৷
শেষ তাঁকে দেখা গিয়েছে ‘মালাঙ্গ’-তে ৷ টাইগার শ্রফের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যাওয়ার পর এ বার একেবারে নতুন নায়কের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে তাঁকে ৷ ৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল দিশা পটানি-আদিত্য রায় কাপূরের ছবি ‘মালাঙ্গ’ ৷ ছবি মুক্তির আগেই দিশা-আদিত্যর কিসিং সিন দারুণ সাড়া ফেলেছিল নেট দুনিয়ায় ৷
View this post on Instagram
View this post on Instagram
এ বারও বিকিনিতে ঝড় তুললেন দিশা ৷ হট পিঙ্ক বিকিনিতে সোশ্যাল মিডিয়া কাঁপালেন বলিউডের বিকিনি বেব ৷ এমনিতে সবসময়ই নিজের ফিটনেস আর ফিগারের জন্য চর্চায় থাকেন দিশা । কখনও নিজের ঘরের কাজের ভিডিও, কখনও বোল্ড ফটোশ্যুটের ছবি, কখনও জিমে কসরৎ আবার কখনও নিজের পারফরম্যান্সের ভিডিও নিয়মিত আপলোড করেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bikini, Disha Patani