Home /News /entertainment /

নিজে সিগারেট খেতেন না ! ছবির জন্য ফারুক শেখকে সিগারেট ধরানো শিখিয়ে ছিলেন পরিচালক সাঁই

নিজে সিগারেট খেতেন না ! ছবির জন্য ফারুক শেখকে সিগারেট ধরানো শিখিয়ে ছিলেন পরিচালক সাঁই

photo source twitter

photo source twitter

আজ তাঁর জন্মদিনে তাঁর পরিচালিত ছবি চশমে বদ্দুর- এর একটি শ্যুটিং স্টিল ভাইরাল হয়।

 • Share this:

  #মুম্বই: ফারুক শেখ ও দীপ্তি নাভাল অভিনীত ছবি 'চশমে বদ্দুর' নিশ্চয় দেখেছেন। কিংবা নাসিরুদ্দিন শাহ ও শাবানা আজমি অভিনীত ছবি 'স্পর্শ' ? এই দুটো ছবিই ৮০র দশকে মানুষকে মাতিয়ে রেখেছিল। এই দুটো ছবির পরিচালক একজন মহিলা। নাম সাঁই পরঞ্জপে। তিনি একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার। ২০০৬ সালে তিনি পদ্মভূষণ পান। বহু মারাঠি নাটকও তিনি পরিচালনা করেছেন। আজ এই পরিচালকের জন্মদিন।

  আজ তাঁর জন্মদিনে তাঁর পরিচালিত ছবি চশমে বদ্দুর- এর একটি শ্যুটিং স্টিল ভাইরাল হয়। সাঁই খুব উদার মানসিকতার মানুষ। তাঁর ছবির মতোই তিনিও সাবলীল। চশমে বদ্দুর-এর শ্যুটিং চলছে। ফারুখ শেখকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ঠেলা ওয়ালার কাছ থেকে আগুন চেয়ে সিগারেট ধরাতে হবে। কিন্তু ফারুখ কিছুতেই ঠিকমতো সিগারেট ধরাতে পারছেন না। অনেকগুলো কাট হয়ে যাওয়ার পর পরিচালক নিজে এসে সিগারেট ধরিয়ে দেখিয়ে দিলেন। এর এক টেকে ওকে হয়ে যায়। যদিও সাঁই কিন্তু নিজে কোনও দিন সিগারেট খাননি। একেই হয়তো বলে পরিচালকের চোখ। আজ তাঁর জন্মদিনে ট্যুইটারে এই ছবি ভাইরাল।

  Published by:Piya Banerjee
  First published:

  Tags: Director, Movie, Sai Pranjyape

  পরবর্তী খবর