corona virus btn
corona virus btn
Loading

Munna Bhai 3: সার্কিটকে সঙ্গে নিয়েই আসছে 'মুন্নাভাই ৩'! কবে?

Munna Bhai 3: সার্কিটকে সঙ্গে নিয়েই আসছে 'মুন্নাভাই ৩'! কবে?
মুন্নাভাই ও সার্কিট

বিধু বিনোদের আগামী ছবি 'শিকারা' মুক্তি পাবে খুব শীঘ্রই৷ সেই ছবির প্রমোশনে বিধু বিনোদ জানালেন, সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসি তাঁর মনের খুব কাছের৷

  • Share this:

#মুম্বই: মুন্নাভাই এমবিবিএস-এর সাফল্য প্রশ্নাতীত৷ একই রকম ভাবে হিট 'লাগে রাহো মুন্নাভাই'৷ মুন্নাভাই-সার্কিটের জুটিতে এখনও মজে সিনেমা প্রেমীরা৷ সেই জুটি আবার ফিরছে৷ পরিচালক-প্রযোজক বিধু বিনোদ চোপড়া জানালেন, খুব শীঘ্রই আসছে মুন্নাভাই ৩৷ ছবির স্ক্রিপ্ট তৈরি৷

বিধু বিনোদের আগামী ছবি 'শিকারা' মুক্তি পাবে খুব শীঘ্রই৷ সেই ছবির প্রমোশনে বিধু বিনোদ জানালেন, সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসি তাঁর মনের খুব কাছের৷ যত দ্রুত সম্ভব মুন্নাভাই সিরিজের থার্ড চবির কাজ শুরু হবে৷ তাঁর কথায়, 'আমি মুন্নাভাই তৈরি করতে চাই৷ আবার কিছু মজার ছবি বানাবো৷ অনেক দিন ভাবনা-চিন্তার পরে অবশেষে একটা স্টোরি আইডিয়া পেয়েছি আমরা৷'

রাজকুমার হিরানি ও বিধু বিনোদ চোপড়া রাজকুমার হিরানি ও বিধু বিনোদ চোপড়া

কাশ্মীরি পণ্ডিতদের উপর নির্যাতন নিয়ে তাঁর তৈরি ছবি 'শিকারা' এখন মুক্তির অপেক্ষায়৷ জানালেন, এর পরেই মুন্নাভাই ৩-এর কাজ শুরু করে দেবেন৷ মুন্নাভাই-ই তাঁর আগামী ছবি, তাও ঘোষণা করে দেন বিধু বিনোদ৷

সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ার্সি যখন পরিবর্তন হচ্ছে না, তখন পরিচালক রাজকুমার হিরানিই থাকবেন তো? উত্তরে তিনি জানান, 'সঞ্জয় তো থাকবেই ছবিতে৷ বাকি যাঁরা ছিলেন সবাই থাকবেন৷ ১০ ফেব্রুয়ারি এই ছবির কাজে হাত দেব৷ আমাদের একদম ঠিক আইডিয়া রয়েছে, তবে কাজটা ঠিক মতো করতে হবে৷ কবে নাগাদ ছবির কাজ শেষ হবে, এখনই বলতে পারছি না৷'

২০০৩ সালে রিলিজ করেছিল 'মুন্নাভাই MBBS'৷ 'লাগে রাহো মুন্নাভাই' রিলিজ করেছিল ২০০৬ সালে৷ দুটোই পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি৷ হিরানির পরিচালিত শেষ ছবিটি ছিল সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু'৷

Published by: Arindam Gupta
First published: February 3, 2020, 9:21 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर