Dilip Kumar Hospitalised: হাসপাতালে ভর্তি দিলীপ কুমার, পরিস্থিতির খোঁজ দিলেন স্ত্রী সায়রা বানু!

Dilip Kumar Hospitalised: হাসপাতালে ভর্তি দিলীপ কুমার, পরিস্থিতির খোঁজ দিলেন স্ত্রী সায়রা বানু!

সায়রা বানু ও দিলীপ কুমার।

সম্প্রতি মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের প্রবীণ তারকা অভিনেতা দিলীপ কুমারকে (Dilip Kumar Hospitalized)।

 • Share this:

  #মুম্বই: সম্প্রতি মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের প্রবীণ তারকা অভিনেতা দিলীপ কুমারকে (Dilip Kumar)। শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ার জেরেই অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কয়েকদিন হল তিনি শহরের ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন। ৯৮ বছরের অভিনেতার শরীরে কিছু সমস্যা দেখা দিতেই তাঁকে হাসপাতালে ভর্তি করেন স্ত্রী সায়রা বানু (Saira Banu)। করোনাকালে অসুস্থ হওয়াতেই স্বাভাবিক ভাবেই চিন্তিত তাঁর ভক্তমহল। দিলীপ কুমার গত গত বছরই নিজের দুই ভাইকে হারিয়েছেন করোনার গ্রাসে।

  কেমন রয়েছেন অভিনেতা? দিলীপ কুমারের শারীরিক অবস্থার খোঁজ দিয়েছেন স্ত্রী ও প্রাক্তন অভিনেত্রী সায়রা বানু। তিনি জানিয়েছেন, শীঘ্রই দিলীপ কুমারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। যদিও কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সে বিষয়ে কিছু জানানো হয়নি। সায়রা একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন, 'দিলীপ কুমার সাব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তাঁকে শীঘ্রই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।'

  করোনাভাইরাসের কারণে মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে কয়েকদিন আগেই নিজের মনের কথা শেয়ার করেছিলেন দিলীপ কুমার। মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে চিন্তায় ছিলেন অভিনেতা। ট্যুইটারে দিলীপ কুমার লিখেছিলেন, 'সকলের জন্য প্রার্থনা করি।' যদিও দিলীপ কুমারের হয়ে ট্যুইটারে লেখালিখি করেন সায়রা বানু ও তাঁদের এক পারিবারিক বন্ধু।

  গত বছর নিজের জন্মদিনও পালন করেননি দিলীপ কুমার। তবে নিজের সঙ্গে সায়রা বানুর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চমকে দিয়েছিলেন সকলকে।

  Published by:Raima Chakraborty
  First published: