corona virus btn
corona virus btn
Loading

‘আমার শেষ নিশ্বাস পর্যন্ত সঙ্গে থাকবে সুশান্ত !’ আবেগঘন পোস্ট পরিচালক মুকেশের

‘আমার শেষ নিশ্বাস পর্যন্ত সঙ্গে থাকবে সুশান্ত !’ আবেগঘন পোস্ট পরিচালক মুকেশের
Photo: Instagram

মুক্তি পেল সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার ট্রেলার ৷

  • Share this:

#মুম্বই: মুক্তি পেল সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার ট্রেলার ৷ যার জন্য ফ্যানেরা অধীর আগ্রহে বসে ছিলেন ৷ মুক্তি পেতেই ইন্টারনেটে এই ছবির ট্রেলার দেখার ভিড় ৷ সেকেন্ডে সেকেন্ডে লাইক বেড়েই চলেছে ৷ কমেন্ট বক্সে ভেসে উঠছে নায়কের প্রতি অগাধ ভালোবাসা !

হ্যাঁ, এরকমই এক নায়ক-তথা মানুষ ছিলেন সুশান্ত সিং রাজপুত৷ যার এক হাসিতে সব যেন মুশকিল আসান ৷ সেই নায়কের এই পরিণতিই যেন মেনে নিতে পারছেন না কেউ ৷ আর সঙ্গে বেড়েই চলেছে তাঁর মৃত্যু নিয়ে রহস্য ৷

ঠিক যেমন মেনে নিতে পারছেন না সুশান্তের শেষ ছবি দিল বেচারার পরিচালক মুকেশ ছাবড়া ৷ দিল বেচারা ছবির ট্রেলার মুক্তির পর নিজের ট্যুইটার প্রোফাইলে সুশান্তকে নিয়ে এক আবেগঘন পোস্ট শেয়ার করলেন মুকেশ ৷ যেখানে তিনি উজার করে দিলেন সুশান্তের প্রতি তাঁর ভালোবাসা ৷

মুকেশ তাঁর পোস্টে লিখলেন, ‘অবশেষে ২ বছরের দীর্ঘ সময় কাটল ৷ বহু বন্ধু সামনে এল ৷ চোখের ওপর দেখলাম ওঠা-পড়া ৷ দেখলাম ভাল সময়, খারাপ সময় ৷  আমার বন্ধু সুশান্তকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে এল আমার প্রথম ছবির ট্রেলার ৷ আমার শেষ নিশ্বাস পর্যন্ত আমার সঙ্গে থাকবে সুশান্ত ৷ এবার আপনাদের ওপর ৷ আপনার হাতের মুঠোয় সুশান্তের শেষ ছবি ৷ যত বার খুশি দেখুন ৷ কোনও এক্সট্রা টাকা লাগবে না ৷ এই ছবির মধ্যে আমাদের আবেগ লুকিয়ে রয়েছে...’

২৪ জুলাই হটস্টার-ডিজনি প্লাসে মুক্তি পেতে চলেছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা ৷

Published by: Akash Misra
First published: July 6, 2020, 7:41 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर