#মুম্বই: এক সময় অভিনেতা আমির খান অভিনীত 'রং দে বসন্তী' ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। সেই ছবি সম্পর্কেই এক অজানা তথ্য সামনে এলো। পরিচালক রাকেশ ওম প্রকাশ এই ছবির জন্য অডিশন দিয়েছিলেন জেমস বন্ড খ্যাত অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। ছবিতে জেমস ম্যককিনলে চরিত্রের জন্য তিনি অডিশন দিয়েছিলেন। কিন্তু এরপরই ড্যানিয়েল ক্রেগ এর কাছে জেমস বন্ড ছবির অফার আসে। আর তখন তিনি সময় চেয়ে ছিলেন।
রাকেশ ওমপ্রকাশ মেহরা এই তথ্য তাঁর অটোবায়োগ্রাফি 'The Stranger in the Mirror'-এ প্রকাশ করেছেন। তিনি বইতে লিখেছেন যে অল্প বয়সি জেলর জেমস ম্যাককেনলির চরিত্রে অভিনয়ের অডিশন দিয়েছিলেন ড্যানিয়েল। এই চরিত্রটি ছবিতে ভগৎ সিং ও রাজগুরু শুকদেব কে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল।
পরিচালক জানিয়েছেন, এই চরিত্রের জন্য ড্যানিয়েল ক্রেগ তাঁর প্রথম পছন্দ ছিল। ওমপ্রকাশ মেহরা বলছেন, "এই চরিত্রের জন্য আমার প্রথম পছন্দ ছিল ড্যানিয়েল ক্রেগকে। কিন্তু উনি কিছু সময় চেয়ে ছিলেন কারণ তখন তাঁর পরবর্তী জেমস বন্ডের চরিত্রে অভিনয় করার কথা ছিল।" এজন্যই শেষ পর্যন্ত আর এই ছবিতে অভিনয় করা হয়নি ড্যানিয়েল ক্রেগের।
প্রসঙ্গত, ২০০৬ সালে মুক্তি পেয়েছিল 'রং দে বসন্তী'। ছবিতে অভিনয় করেছিলেন আমির খান, সিদ্ধার্থ, শরমন জোশি, অতুল কুলকার্নি, কুনাল কাপুর, সোহা আলি খান, আর মাধবন এবং অন্যান্যরা। একাডেমি অ্যাওয়ার্ড এবং গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে ফরেন ল্যাঙ্গুয়েজ ফিলম বিভাগে নমিনেশনে পৌঁছেছিল রং দে বাসন্তী। সেই বছরেই মুক্তি পায় ড্যানিয়েল ক্রেগ এর জেমস বন্ড 'ক্যাসিনো রয়াল'। এছাড়াও আরও চারটি ছবি কোয়ান্টাম অফ সোলাস, স্কাইফল, স্পেক্টর, নো টাইম টু ডাই ছবিতে অভিনয় করেছেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aamir Khan