Home /News /entertainment /
ড্রাগ ওভারডোজের জেরেই কী মৃত্যু হয়েছে শ্রীদেবীর ?

ড্রাগ ওভারডোজের জেরেই কী মৃত্যু হয়েছে শ্রীদেবীর ?

File Photo

File Photo

বলিউডের চাদঁনি বিদায়। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের প্রথম ফিমেল সুপারস্টার শ্রীদেবী।

 • Share this:

  #নয়াদিল্লি: বলিউডের চাদঁনি বিদায়। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের প্রথম ফিমেল সুপারস্টার শ্রীদেবী। দুবাইয়ে আত্মীয় অভিনেতা মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন তিনি। সেখানেই প্রয়াত হন শ্রীদেবী। তাঁর সঙ্গে সেখানে ছিলেন স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি। চাঁদনি শ্রীদেবীর অকাল মৃত্যুর খবরে আরব সাগরের তীরে আছড়ে পড়ছে একের পর এক শোকবার্তা ৷

  আচমকা বলিউডের ডিভার অকালমৃত্যুতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে ৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সে ছবিও বেশ লাইক কমেন্ট কুড়িয়েছে ৷ কেউ তাঁর শাড়ির বা কেউ তাঁর চোখ না ফেরতে পারা সৌন্দর্য্যের তারিফ করেছিল ৷ সেই ক্যামেরার লেন্সও কি জানতো যে সে--ই শেষ বারের মতো শ্রীদেবীকে ক্যামেরা বন্দি করছে. হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি. চাদঁনি রাতে রূপ কি রানি নিলেন বিদায় ৷

  এরপরই গুজব ছড়াতে থাকে যে লিপ সার্জারির জেরে শ্রীদেবীকে এমন সমস্ত ওষুধ খেতে হত যার জেরে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বেশ কয়েকটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, স্লিম ও সুন্দর থাকার জন্য শ্রীদেবী এমন কিছু ওষুধ খেত যার জেরে হার্টে মারাত্মক প্রভাব পড়েছে ৷

  তবে চিকিৎসকেরা এই বিষয় মানতে নারাজ ৷ চিকিৎসকেরা জানিয়েছেন, যে সমস্ত ওষুধ বা ড্রাগসের নাম ওয়েবসাইটগুলিতে লেখা হয়েছে তা থেকে কারোর হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই ৷

  First published:

  Tags: Bollywood, Drug overdose, Sridevi

  পরবর্তী খবর