#মালদ্বীপ: সম্প্রতি বিয়ে সেরেছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা । বহুদিন ধরেই প্রেম করছিলেন চাহাল আর ধনশ্রী । ধনশ্রী পেশায় একজন ডাক্তার। এ ছাড়াও খুব ভালো নৃত্যশিল্পী তিনি। ইউটিউবার হিসেবেও জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই নাচের ভিডিও শেয়ার করেন ধনশ্রী। আর এই সোশ্যাল মিডিয়া সূত্রেই আলাপ এই নব দম্পতির। গত ৮ অগাস্ট বিয়ে সেরেছেন তাঁরা । বিয়ের পরপরই উড়ে গিয়েছিলেন দুবাইতে হনিমুন সারতে । আর এ বার রিল্যাক্স করতে গেলেন মালদ্বীপে ।
লকডাউনের পর থেকে বলি-সেলেবদের যেন জাতীয় হলিডে ডেস্টিনেশন হযে গিয়েছে মালদ্বীপ । মালদ্বীপের সমুদ্রে রিল্যাক্স করতে প্রায় সকলেই একবার করে ঢুঁ মেরেছেন সেখানে । অসাধারণ সৌন্দর্য্য, বিলাসবহুল খানাপিনা, বিভিন্ন রকম ওয়াটার গেম...কোনওটাই বাদ যাচ্ছে না । সম্প্রতি ধনশ্রী আর তাঁর স্বামী যুজবেন্দ্র চাহালও ঘুরে এলেন মালদ্বীপ থেকে ।
View this post on Instagram
আর বিচ হলিডে যখন, তখন ধনশ্রীর মারকাটারি ফিগারের দেখা মিলবে না তাও কী হয় । যেমনটা প্রত্যাশিত ছিল, তেমনই ঘটল । কালো মনোকিনিতে ধরা দিলেন ধনশ্রী । নিজেই সেই ছবি ও ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় । দিগন্ত বিস্তৃত জলরাশির মধ্যে ধনশ্রীর সেই মোহময়ী উপস্থিতি স্বাবাভিক ভাবেই নজর কেড়েছে সকলের ।