#মুম্বই: কান্না আসাই তো স্বাভাবিক ৷ যে দিনটির জন্য অপেক্ষা করেছিলেন শ্রীদেবী, সেই দিনটি এসে গেলেও, জাহ্নবী এখন মাতৃহারা ৷ শ্রীদেবী নেই ৷ যে দিনটির জন্য যত্নে জাহ্নবীকে তৈরি করেছিলেন শ্রীদেবী, তা আর দেখে যাওয়া হল শ্রীদেবীর ৷ তাই ‘ধড়ক’ স্ক্রিনিংয়ে যখন গোটা বলিউড জাহ্নবীর পাশে, তবুও মাকে মিস করছিলেন তিনি ৷ আবেগটা এতটাই ছিল যে, হাজার ঝকঝকে লাইট, ক্যামেরার ফ্ল্যাশ, সিনেমা দেখতে আসা অতিথি, সবার সামনেই কেঁদে ফেললেন জাহ্নবী কাপুর ৷
একটি ইংরেজি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, জাহ্নবী নাকি হাপুস নয়নে কেঁদে ফেলেছিলেন বনি কাপুরকে জড়িয়ে ৷ এমনকী, জাহ্নবীর কান্না থামাতে ভিড় ঠেল হাজির হয়েছিলেন রেখাও ৷ ঈশানকে পাশে নিয়ে জাহ্নবীকে জড়িয়েও ধরেন তিনি ৷
মারাঠি ছবি ‘সইরাত’-এর অফিসিয়াল রিমেক ‘ধড়ক’ ৷ ছবির পরিচালক শশাঙ্ক খৈতান ৷ প্রযোজক করণ জোহর৷ ২০ জুলাই মুক্তি পেয়েছে এই ছবি ৷ ইতিমধ্যেই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে বলিউডে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Dhadak, Janhvi Kapoor