#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে যেভাবে বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া, তাতে বিরক্ত মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির কলাকুশলীরা৷ গোটা বলিউডকেই তোলা হচ্ছে কাঠগড়ায়, যা নিয়ে নিজেদের মতো করে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন অনেক তারকা৷ এবার এর বিরুদ্ধে একজোট হল ইন্ডাস্ট্রি৷ ভুয়ো-মানহানিকারক খবর দেখানোর জন্য মিডিয়ার একাংশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন ৩৪জন প্রযোজনা সংস্থা ও বলিউডের প্রধান ৪টি সংগঠন৷ তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে , খবর পরিবেশন করতে গিয়ে নানা সময় তারা ফিল্ম ইন্ডাস্ট্রির সম্পর্কে কুৎসা রটিয়েছে৷ মাদক মামলা নিয়ে যেভাবে প্রচার করেছে এই নির্দিষ্ট চ্যানেলগুলি, তাতে ভীষণভাবে মানহানি ঘটেছে গোটা বলিউডের৷
এরই পাশাপাশি মামলায় উল্লখ করা হয়েছে, বলিউড নিয়ে চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় মানহানিকারক, দায়িত্বজ্ঞানহীন ও কুরুচিকর 'ভুয়ো' খবর দেখানো বন্ধ হোক৷
Plea before Delhi HC by four Bollywood associations & 34 producers to refrain Republic TV, Arnab Goswami, Pradeep Bhandari, Times Now, Rahul Shivshankar, Navika Kumar & others from making/publishing irresponsible, derogatory & defamatory remarks against Bollywood, its members.
— ANI (@ANI) October 12, 2020
বলিউড বড় ইন্ডাস্ট্রি, যুক্ত প্রচুর মানুষ এবং এটাই তাঁদের আয়ের উৎস৷ এর পাশাপাশি বলিউডের হাত ধরে দেশে বেড়েছে পর্যটন৷ অন্যান্য দেশে ভারতীয় সংস্কৃতির প্রভাব ফেলেছে বলিউড৷ এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মানুষদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা উচিৎ নয় বলেই মত প্রযোজনা সংস্থাগুলির৷ যে সব প্রযোজনা সংস্থা এই মামলায় সামিল হয়েছে, তাদের মধ্যে রয়েছে আমির খান, অজয় দেবগণ, অনিল কাপুরের মতো নামজাদা তারকাদের প্রযোজনা সংস্থা৷ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে দ্য় প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া, দ্য় সিনে অ্য়ান্ড টিভি আর্টিস্ট অ্য়াসোসিয়েশন, আমির খান প্রোডাকশনস, অজয় দেবগণ ফিল্মস, অনিল কাপুর ফিল্ম অ্য়ান্ড কমিউনিকেশন নেটওয়ার্ক, আরবাজ খান প্রোডাকশনস, আশুতোষ গোয়ারিকর প্রোডাকশনস, ধর্মা প্রোডাকশনস-এর মতো নামীদামি সংস্থা।
BOLLYWOOD STRIKES BACK... Leading film associations [4] and top production houses [34] file lawsuit against reporting by certain media houses in #DelhiHC... #AamirKhan #AjayDevgn #AkshayKumar #SRK #AdityaChopra #KJo #RohitShetty #RiteshSidhwani #SajidNadiadwala pic.twitter.com/ZawJ2Lh6YY
— taran adarsh (@taran_adarsh) October 12, 2020
সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে একটি ট্যুইটে এই খবর জানানো হয়েছে৷ এই খবরটি ট্যুইটারে তুলে ধরেন তরণ আদর্শ৷ সেই পোস্টে প্রথম সারির সব তারকাদের নাম তিনি উল্লেখিত রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।