#লন্ডন: লন্ডন ও দিল্লিতে মাদাম তুসো-র মিউজিয়ামে এ বার জায়গা পেতে চলেছে বলিউড তারকা দীপিকা পাডুকোনের মূর্তি ৷ লন্ডন থেকে এই খবর নিজে ফেসবুক লাইভ করে জানিয়েছেন দীপিকা ৷ অর্থাত্ মাদাম তুসোর মিউজিয়ামে মোমের মূর্তির তালিকায় অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও ক্যাটরিনা কইফের পর দীপিকা পাডুকোন ৷
দীপিকার কথায়, 'এটা খুবই আনন্দের । আমার ভক্তদের একটা সিনেমার চেয়ে আলাদা কিছু গিফট্ করতে পারছি, এটা ভেবেই ভালো লাগছে। আমার আশা, আমার ফ্যানেরা খুব এনজয় করবেন ৷' তিনি জানিয়েছেন, খুব ছেলেবেলায় মা-বাবার সঙ্গে লন্ডনে মাদাম তুসোর মিউজিয়াম ঘুরেছিলেন ৷ কোনও দিন তাঁরই মূর্তি ওই ঐতিহ্যবাহী মিউজিয়ামে স্থান পাবে, ভাবতেও পারেননি৷
মাদাম তুসোর মিউজিয়ামে দীপিকার কী রকম মূর্তি তৈরি হবে, তার একটি ছবিও পোস্ট করে দিয়েছে দীপিকার ফ্যান ক্লাব ৷ ছবিটি পোস্ট হতেই যথারীতি ভাইরাল হয়ে গিয়েছে ৷ মাদাম তুসোর মিউজিয়ামে A-list ক্যাটেগরিতেই স্থান পাচ্ছে দীপিকার মূর্তি৷