corona virus btn
corona virus btn
Loading

রণবীর কাপুরের ভাইদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ‘ট্রোলড’ দীপিকা

রণবীর কাপুরের ভাইদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ‘ট্রোলড’ দীপিকা
Photo: Instagram

‘ডেসপো’, ‘চিপ’, ‘ড্রাঙ্ক’...... এইধরণের কমেন্টই ইনস্টাগ্রামে ধেয়ে আসে দীপিকার উদ্দেশ্যে ৷

  • Share this:

#মুম্বই: ছিল পদ্মাবতী ছবির ট্রেলারের সাক্সেস পার্টি ৷ কিন্তু সেখানে তোলা একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ‘ট্রোলড’ ৷ কারণ একটাই, ছবিতে রয়েছেন ছবির অভিনেত্রী দীপিকা পাডুকোন ৷ তাও আবার তাঁর ‘এক্স বয়ফ্রেন্ড’ রণবীর কাপুরের ভাইদের সঙ্গে চরম মদ্যপ অবস্থায় তোলা একটা ছবি  !

‘ডেসপো’, ‘চিপ’, ‘ড্রাঙ্ক’...... এইধরণের কমেন্টই ইনস্টাগ্রামে ধেয়ে আসে দীপিকার উদ্দেশ্যে ৷ ছবিটি পোস্ট করেন রণবীরের ভাই এবং অভিনেতা আদর জৈন ৷ সঙ্গে ছিলেন আরেক ভাই আরমান জৈনও ৷ অনেকেই লেখেন, ‘ছবিটি অত্যন্ত অশালীন...’ !

দীপিকার উদ্দেশ্যে একটা কমেন্ট আবার আরও খারাপ ৷ সেখানে লেখা রয়েছে, ‘‘ এখনও RK (রণবীর)-র পিছনে ছুটছ ? দীপি, একটু তো আত্মসম্মান বোধ দেখাও !’’

এর পাশাপাশি আরমানের পোস্ট করা আরেকটি ছবিতে দীপিকা যে মদ্যপ অবস্থায় ছবি তুলেছেন, সেটা স্পষ্ট বোঝা গিয়েছে ৷ ছবিগুলি ফিল্মের ট্রেলারের সাক্সেস পার্টিতে তোলা হলেও সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের কমেন্টে কিন্তু অস্বস্তিতেই পড়েছেন দীপিকা ৷

About last night! Thank you @deepikapadukone

A post shared by Armaan Jain (@therealarmaanjain) on

Thank you for a blurry evening, love you always!! ❤️ @deepikapadukone #aboutlastnight A post shared by Aadar Jain (@aadarjain) on
First published: November 6, 2017, 6:28 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर