#মুম্বই: খবরটা রটতেই একেবারে হইচই পড়ে গিয়েছে গোটা বলিউডে ৷ যে ছবি রিলিজ করলেই সরগরম হয়ে ওঠে বক্স অফিস ৷ সেই ছবি নাকি আবার আসতে চলেছে ৷ হ্যাঁ, সেই ‘ধুম’ আর ‘ধুম’-এর সিকোয়েল ! তবে শোনা যাচ্ছে, আগের সব কটা ধুম-কে কাত করতেই নাকি এই চার নম্বর ছবিটি বানাতে চলেছে যশরাজ ব্যানার !
যতটুকু খবর রটেছে তা অনুযায়ী, বহুদিন ধরে নাকি ধুম ছবির নতুন সিকোয়েল নিয়ে ভাবনা-চিন্তা চলছিল বলিউডের অন্দরে ৷ কিন্তু আগের ৩টে ধুমকে কীভাবে মাত দেওয়া যায়, তা নিয়েই যশরাজ ফিল্মের অফিসে চলত নানা জল্পনা-কল্পনা ৷ তবে এবার নাকি প্ল্যান একেবারে রেডি ৷ খুব শীঘ্রই নাকি সেই প্ল্যানের শ্যুটিং শুরু হয়ে যাবে ৷
তবে চমকটা হলো অন্য জায়গায় ৷ এই ছবিতে মারকুটে ভিলেনের চরিত্রে নাকি ইতিমধ্যেই সই করে ফেলেছেন দীপিকা পাড়ুকোন ! এই প্রথমবার এরকম একটা চরিত্র পেয়ে নাকি দারুণ খুশি দীপিকা ৷