#মুম্বই: আজ তিনি বলিউডের এক নম্বর নায়িকা ৷ তাঁর অভিনয়, তাঁর ক্যারিশ্মা, তাঁর ফ্যাশন, সবটাই সিনেপ্রেমীদের দারুণ পছন্দের ৷ সেই দীপিকা পাড়ুকোন নতুন বছরের শুরুতে এবার একটু নস্টালজিক হয়ে উঠলেন ৷ পুরনো স্মৃতি রোমন্থন করতে কার না ভাল লাগে? ২০১৯-এর শেষে ২০২০-র সূচনায় তেমন কাজই করলেন দীপিকা ৷ ছোট থেকেই অভিনয় করেন দীপস ৷ তেমনই একটি স্টেজ শোয়ের ছবি শেয়ার করেছেন নায়িকা ৷ ছোট্ট দীপিকা সেই নাটকে ছেলে সেজেছিলেন ৷ আর তাই সাদা পাজামা-পাঞ্জাবী, গায়ে শাল জড়িয়ে সেজেছিলেন দীপিকা ৷ আর তাঁর এই সাজের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে ছোট্ট দীপিকার ঠোঁটের উপর সরু গোঁফ দু’টি ৷ মাথায় লম্বা একটা সিঁথে কাটা। দীপিকার পুরুষ বেশের সেই ছবি শেয়ারের সঙ্গে সঙ্গেই ভাইরাল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Deepika padukone