#মুম্বই: করোনা ভাইরাসের জন্য সারা দেশে চলছে চার দফার লকডাউন। এই সময় ঘরে বন্দি হয়ে থাকতে হচ্ছে সকলকে। এই লিস্ট থেকে বাদ নেই সেলেবরাও। বলিউডের লাভ বার্ড রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও গৃহবন্দি। তবে সারা বছর শ্যুটিং, কাজের চাপ এসবের জন্য এক সঙ্গে সময় কাটানো আর হয় কই ! করোনার জন্য যেহেতু সবাই বাধ্য ঘরে থাকতে, তাই পরিবারের সঙ্গে বেশ কিছুটা সময় কাটানোও যাচ্ছে।
তাছাড়া রণবীর খুব মজার ছেলে। নানা রকম কিছু করে সে একাই জমিয়ে দিতে পারে। তাঁর সঙ্গে থাকলে যেকোনও মানুষের মন ভাল হয়ে যেতে বাধ্য। দীপিকা ও রণবীরকে এর আগে দেখা গিয়েছে লকডাউনের সমর্থনে মোমবাতি জ্বালাতে। তবে এবার একেবারে নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও শেয়ার করলেন দীপিকা। রণবীরের গালে ঠোঁট চেপে ধরে চুমু খাচ্ছেন তিনি। মিষ্টি এই আদরের ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন দীপিকা। রণবীরকে সব থেকে কিউটও বলেন তিনি। এই ভিডিও দেখে ফ্যানেরা লেখেন, "তোমাদের দুজনকে সব সময় এভাবেই দেখতে ভাল লাগে।"
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Deepika padukone, Ranveer Singh