হোম /খবর /বিনোদন /
রণবীর-দীপিকার লকডাউন চুমু ! মুহূর্তে ভাইরাল ভিডিও

রণবীর-দীপিকার লকডাউন চুমু ! মুহূর্তে ভাইরাল ভিডিও

photo source collected

photo source collected

মিষ্টি এই আদরের ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন দীপিকা।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: করোনা ভাইরাসের জন্য সারা দেশে চলছে চার দফার লকডাউন। এই সময় ঘরে বন্দি হয়ে থাকতে হচ্ছে সকলকে। এই লিস্ট থেকে বাদ নেই সেলেবরাও। বলিউডের লাভ বার্ড রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও গৃহবন্দি। তবে সারা বছর শ্যুটিং, কাজের চাপ এসবের জন্য এক সঙ্গে সময় কাটানো আর হয় কই ! করোনার জন্য যেহেতু সবাই বাধ্য ঘরে থাকতে, তাই পরিবারের সঙ্গে বেশ কিছুটা সময় কাটানোও যাচ্ছে।

তাছাড়া রণবীর খুব মজার ছেলে। নানা রকম কিছু করে সে একাই জমিয়ে দিতে পারে। তাঁর সঙ্গে থাকলে যেকোনও মানুষের মন ভাল হয়ে যেতে বাধ্য। দীপিকা ও রণবীরকে এর আগে দেখা গিয়েছে লকডাউনের সমর্থনে মোমবাতি জ্বালাতে। তবে এবার একেবারে নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও শেয়ার করলেন দীপিকা। রণবীরের গালে ঠোঁট চেপে ধরে চুমু খাচ্ছেন তিনি। মিষ্টি এই আদরের ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন দীপিকা। রণবীরকে সব থেকে কিউটও বলেন তিনি। এই ভিডিও দেখে ফ্যানেরা লেখেন, "তোমাদের দুজনকে সব সময় এভাবেই দেখতে ভাল লাগে।"

View this post on Instagram

World’s Most Squishable Face!!!#cutie @ranveersingh

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

Published by:Piya Banerjee
First published:

Tags: Bollywood, Deepika padukone, Ranveer Singh