হোম /খবর /বিনোদন /
'মডেল তো, অভিনয় পারে না'! দীপিকা এমন মন্তব্য শুনেও কী করেছিলেন

'মডেল তো, অভিনয় পারে না'! দীপিকা এমন মন্তব্য শুনেও কী করেছিলেন

বড় পর্দায় অভিনয় করার আগে বিভিন্ন জায়গায় মডেলিং করেছেন তিনি। তারপরেই চেষ্টা করতে করতে একদিন ওম শান্তি ওম ছবিতে সুযোগ।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: মডেলিং থেকে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বড় পর্দায় অভিনয় করার আগে বিভিন্ন জায়গায় মডেলিং করেছেন তিনি। তারপরেই চেষ্টা করতে করতে একদিন ওম শান্তি ওম ছবিতে সুযোগ। কিন্তু সেই ছবিতে অভিনয় করে সমালোচিত হয়েছিলেন তিনি।

দীপিকা জানিয়েছেন সালটা ২০০০। সেই সময়ে যাঁরা মডেলিং থেকে অভিনয়ে আসতেন তাঁদের সম্পর্কে কিছু ধারণা থাকত মানুষের। তাই প্রথম ছবি হওয়া সত্ত্বেও তাঁকে নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছিল। সেইসব নিয়ে এক সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেছিলেন দীপিকা।

দীপিকা বলছেন, "বহু মানুষ আমার অভিনয়ের সমালোচনা করেছিলেন। তারা বলতেন, ও একজন মডেল। ও অভিনয় করতে পারে না। আমার কথা বলার ধরন নিয়ে মজা করা হতো। অনেক কিছু লেখা হয়েছিল আমায় নিয়ে। আর সত্যিটা হল খুব আঘাত করত এগুলি। মাত্র ২১ বছর বয়স, কিন্তু এসব লেখা হতো।"

কিন্তু তবুও নিজের লক্ষ্য থেকে সরেননি দীপিকা পাডুকোন। তাই বরং দিনে নিজেকে যোগ্য করে তুলেছেন তিনি। অভিনেত্রী বলছেন, "সমালোচনা আমায় আরও জাগিয়ে তোলে। আমায় আরও কঠোর পরিশ্রম করতে সাহায্য করে। আমার দক্ষতা আরও বাড়াতে উদ্বুদ্ধ করে। মোট কথা ব্যক্তিগত ভাবে বিবর্তনে সাহায্য করে সমালোচনা। ব্যর্থতাও আমায় অনেক কিছু শিখিয়েছে। কিন্তু আমি কখনও ভেঙে পড়িনি।"

শাহরুখ খান ও ফারহা খানের ব্যাপারেও কথা বলেছিলেন দীপিকা। জানিয়েছিলেন প্রথম ছবিতে তাঁরা খুব সাহায্য করেছিলেন। তাই আজও তাঁদের কাছে তিনি কৃতজ্ঞ।

Published by:Swaralipi Dasgupta
First published:

Tags: Deepika padukone